বিদেশে বসেই দল নিয়ে পরিকল্পনা সাজাচ্ছেন হাথুরু!

এজন্যই তিনি আলাদা। চন্ডিকা হাথুরুসিংহেকে দায়িত্ব দেওয়ার পরই বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন একটি তাৎপর্যপূর্ণ কথা বলেছিলেন, ‘ও (হাথুরু) যেটা ধরে সেটাতেই থাকে। এটা একটা বিরাট সুবিধা।’
আসলেই একজন পেশাদার কোচের কাছ থেকে সবাই সেরা সার্ভিসটাই প্রত্যাশা করেন। হাথুরুসিংহ দায়িত্বের ব্যাপারে খুবই সচেতন, তাই প্রথম মেয়াদে কিছু তিক্ত স্মৃতি থাকলেও ফের লঙ্কান এই কোচকে ফিরিয়ে এনেছে বিসিবি। দিনশেষে তো কাজটাই বড় কথা!
এই হাথুরুসিংহে কেমন প্রকৃতির? সেটি বোঝা যায়, তার সঙ্গে কাজ করা ক্রিকেটারদের কথাতেও। হাথুরু বেশ কঠোর, তারপরও তার নিবেদন নিয়ে প্রশ্ন তোলেন না কেউ।
হেড কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন। কিন্তু এখনও দলের সঙ্গে যোগ দেননি। সব ঠিক থাকলে দ্বিতীয়বার বাংলাদেশের হেড কোচ হওয়া হাথুরুসিংহে আগামী ২০ ফেব্রুয়ারি রাতে ঢাকা আসবেন।
তিনি আসার পরই ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ সামনে রেখে শুরু হবে টাইগারদের অনুশীলন। কিন্তু এর মধ্যেই হাথুরু দল নিয়ে পরিকল্পনা শুরু করে দিয়েছেন বিদেশে বসেই। জাতীয় দলের তারকা পেসার তাসকিন আহমেদ ফাঁস করলেন এমন তথ্য।
আজ বুধবার রাজধানীর একটি হোটেলে পণ্যের প্রচারণামূলক অনুষ্ঠানে উপস্থিত হয়ে তাসকিন জানালেন, বিদেশে বসে (ভিডিও কনফারেন্সে) সবার সঙ্গে যোগাযোগ করেছেন হাথুরু, বলে দিয়েছেন কার কী ভূমিকা।
তাসকিন বলেন, ‘হাথুরুসিংহের সঙ্গে সব ক্রিকেটারেরই কথা হয়, হয়েছেও। উনার সঙ্গে সবারই কথা হয়েছে। উনি সবার সঙ্গেই যোগাযোগ করেছিলেন। পরিকল্পনা শেয়ার করেছিলেন। বোলারদের কী ভূমিকা, ব্যাটারদের কী ভূমিকা হবে এসব নিয়ে অনেক কথাই বলেছেন। আসলে আবার মিটিং করবেন।’
ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে আগামী ১ মার্চ থেকে টাইগারদের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে, সেটি নিয়েই আপাতত ‘রণপরিকল্পনা’ হাথুরুর।
এমএমআর/জিকেএস