মোহামেডানের সামনে হিমালয় সমান স্কোর গাজী গ্রুপের

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০২:৪১ পিএম, ১৬ মার্চ ২০২৩

সাকিব-রিয়াদের মত ‘পঞ্চ পান্ডবে’র দুজন রয়েছেন দলে। সঙ্গে রয়েছে সৌম্য, মিরাজ, ইমরুল ও শুভাগত হোমের মত সু প্রতিষ্ঠিত পারফরমার এবং সময়ের দুই নামি ফাস্ট বোলার খালেদ ও আবু জায়েদ রাহি। একঝাঁক নামি-দামি পারফরমার দিয়ে দল গড়ে এবারও শুরুতেই চাপে মোহামেডান।

আগেরবার তারকার মেলা বসিয়ে সুপার লিগ খেলতে না পারা সাদা কালোরা আজ বৃহস্পতিবার ফতুল্লা স্টেডিয়ামে প্রথম ম্যাচে গাজী গ্রুপের বিপক্ষে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি।

শেরে বাংলায় চির প্রতিদ্বন্দ্বি আবাহনী রান পাহাড় গড়লেও ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে উল্টো মোহামেডানের বিপক্ষে রান পাহড় গড়েছে গাজী গ্রুপ। খালেদ আহমেদ, আবু জায়েদ রাহি, নাজমুল অপু, সৌম্য সরকারে সাজানো মোহামেডানের বোলিংয়ের বিপক্ষে ৭ উইকেট হারিয়ে ৩৪৯ রানের বিরাট স্কোর গড়েছে আকবর আলীর গাজী গ্রুপ।

কেউ শতরান করতে না পারলেও গাজী গ্রুপের তরুণরা শুরু থেকে মোহামেডান বোলিংকে এলোমেলো করে রানের চাকা সচল রাখেন। ভারতীয় টি রবি তেজা, অধিনায়ক আকবর আলী ও এসএম মেহরাব হাসানেরর তিন তিনটি হাফ সেঞ্চুরির ওপর ভর করে গাজী গ্রুপের স্কোর ৩০০ পেরিয়ে সাড়ে তিনশোর দোরগোড়ায় চলে যায়।

সর্বাধিক স্কোরার ছিলেন হায়দরাবাদের ২৮ বছর বয়সী তেলুকুপাল্লি রবি তেজা। চার নম্বরে নেমে ৭৯ বলে ৬৬ রান করেন রবি তেজা। অধিনায়ক আকবর আলী খেলেন অনেক মারমুখি ইনিংস। তার ব্যাট থেকে বেরিয়ে আসে ৫৪ বলে ৫৯ রানের আক্রমণাত্মক ইনিংস।

তবে তারপরও গাজীর স্কোর ৩০০ পেরিয়ে ৩৫০-এর ঘরে যায় এসএম মেহরাব হাসানের ঝড়ো উইলোবাজিতে। ৬ নম্বরে নেমে ৪৩ বলে ৬২ রানের হার না মানা এক ঝড়ো ইনিংস উপহার দেন এ ব্যাটার।

নীচের দিকে মাহমুদুল হাসান ১৩ বলে ২৭ রানের ইনিংসটি মোহামেডানের বোলারদের হতাশার কারণ হয়। মোহামেডানের বোলারদের মধ্যে ২ পেসার খালেদ আহমেদ (১০ ওভারে ৭৫ রানে ৩ উইকেট) আর আবু জায়েদ রাহি (২ উইকেট) পেলেও রান দিয়েছেন অনেক বেশি। আবু জায়েদ রাহির ১০ ওভারে গাজীর ব্যাটাররা তুলে নিয়েছেন ৬৪ রান। এছাড়া মোহামেডানের আর কোন বোলার উইকেট পাননি। রানও নিয়ন্ত্রনে রাখতে পরেননি।

বাঁ-হাতি স্পিনার নাজমুল অপুও কিছুই করতে পরেননি। উইকেটশূন্য অপুর ১০ ওভারে ওঠে ৬৯ রান। অফস্পিনার শুভাগত হোমও সুবিধা করতে পারেননি। মোহামেডানের আগেরবারের অধিনায়ক ৫ ওভারে দিয়েছেন ২৯ রান।

আগের দিন সিলেটে সফরকারি আয়ারল্যান্ডের বিপক্ষে সুনিয়ন্ত্রিত বোলিং করলেও আজ ফতুল্লায় গাজীর ব্যাটারদের মারের তোড়ে ৬ ওভারে ৫৩ রান দিয়ে ফেলেছেন সৌম্য সরকার। স্লো মিডিয়াম আরিফুলের ৮ ওভারে উঠেছে ৩৯ রান। মাহমুদউল্লাহ রিয়াদ এক ওভার বল করে দিয়েছেন ৯ রান।

এআরবি/আইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।