কর্তিত ম্যাচেও পরাজয় থেকে বৃষ্টি বাঁচিয়ে দিল মোহামেডানকে!

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৫:০৯ পিএম, ১৯ মার্চ ২০২৩
ফাইল ছবি

মোহামেডান কি তবে বেঁচে গেল? আগের ম্যাচে গাজী গ্রুপের রান পাহড়ের নিচে (৩৪৯ রানের জবাবে ১২৭ রানে হার) চাপা পড়ার পর আজ রোববার শেরে বাংলায় বৃষ্টি ভেজা ম্যাচে রুপগঞ্জ টাইগার্স-এর কাছেও হারের উপক্রম হয়েছিল সাদা কালোদের।

মুমিনুল হক ৪১ বলে ৭৪, ভারতীয় রিক্রুট আমানদিপ খাড়ে (৩৬ বলে ৬৩) আর শামীম পাটোয়ারীর ব্যাটিং তাণ্ডবে (২১ বলে ৩৭) মুখে মোহামেডানের বিপক্ষে বৃষ্টির কারণে ২১ ওভারের কর্তিত ম্যাচে ২২২ রানের বিশাল স্কোর গড়েছিল রুপগঞ্জ টাইগার্স। মোহোমেডানের একজন বোলারও টি-টোয়েন্টি আদলের ম্যাচে হালে পানি পাননি।

তিন পেসারের মধ্যে খালেদ ৪ ওভারে ২৯ (২ উইকেট), রুয়েল মিয়া ৫ ওভারে (৪০ রানে ১ উইকেট), মুশফিক হাসান (৩ ওভারে ০/৪২) ১২ ওভারে দিয়েছেন ১১১ রান।

এছাড়া দুই জেন্টাল মিডিয়াম সৌম্য সরকার (৩ ওভারে ১/২৭) ও আরিফুলের (১ ওভারে ০/১৯) ৪ ওভারে উঠেছে ৪৬ রান। দুই স্পিনার শুভাগত হোম (২ ওভারে ০/২৮) এবং ভারতীয় অনুষ্টুপ মজুমদার (৩ ওভারে ০/৩৪) ৫ ওভারে দিয়েছেন ৬২।

কিন্তু শেষ পর্যন্ত মোহামেডানের আর ব্যাটিং শুরু করা হয়নি। বেলা পৌনে ৪টার দিকে আবার বৃষ্টি শুরু হলে আম্পায়াররা ম্যাচ বাতিলের ঘোষণা দেন। এতে করে নিয়ম অনুযায়ী ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত বলে পরিগণিত হবে এবং দুই দল সমান ১ পয়েন্ট করে পাবে।

এআরবি/আইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।