সবুজ দেখালেও শেরে বাংলার এই পিচ কি আসলেই পেস সহায়ক?

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৭:৩৬ পিএম, ১৩ জুন ২০২৩

তৈরি ও পরিচর্যার সময় মাটি শক্ত করে রাখার জন্য বেশিরভাগ সময়ই উইকেটের ওপরের স্তরে ঘাস থাকে। সেই ঘাসের ওপরই চলে উইকেটের পরিচর্যার কাজ।

যে পিচে খেলা হয়, সেই পিচ খেলা উপযোগী করার সময় ধীরে ধীরে সে ঘাস ছেঁটে ফেলা হয়। বিশেষ করে উপমহাদেশের উইকেট হলে তো সেটা ন্যাড়া করা হয়ই বেশিরভাগ সময়।

তবে আগামীকাল ১৪ জুন থেকে শেরে বাংলায় আফগানিস্তানের বিপক্ষে যে টেস্ট শুরু হবে, তার উইকেটের ওপরের স্তরে এখনও রয়েছে সবুজের সমারোহ। আফগান অধিনায়ক হাসমতউল্লাহ শহীদি আগের দিন মঙ্গলবারই বলে দিয়েছেন-উইকেটে সবুজ ঘাস দেখতে পাচ্ছি।

আফগান ক্যাপ্টেন যাই বলুন না কেন, কারো কারো ধারণা ছিল শেষ মুহূর্তে এই ঘাস কেটে উইকেট ন্যাড়া করে ফেলা হবে। কিন্তু আজ পড়ন্ত বিকেলেও উইকেটের চেহারা পাল্টায়নি।

উইকেটে ঘাস আছে। যেহেতু পিচের ওপরের অংশে সবুজের ছোঁয়া, তাই ভাবা হচ্ছে হোম অব ক্রিকেটের পিচ হবে পেস বোলিং সহায়ক।

আসলেই কি তাই? বাংলাদেশ দলের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে দিয়েছেন এ প্রশ্নের জবাব। উইকেটের মূল্যায়ন করতে গিয়ে তিনি বলেন, ‘যেহেতু কদিন বৃষ্টি হয়েছে, তাই উইকেটের ওপরের ঘাসগুলো বেশি সবুজ হয়ে গেছে।’

হাথুরু জানান, আয়ারল্যান্ডের সাথেও এই সবুজ উইকেটে খেলা হয়েছে। এ উইকেটের ঘাসকে এখন সবুজ দেখাচ্ছে মানেই এটা পুরো ৫ দিন সবুজ থাকবে, মনে করতে নারাজ হাথুরু।

তার ব্যাখ্যা, ‘এটা সত্যি যে, সবুজ উইকেটেই খেলা শুরু হচ্ছে। পেসারদের যত দ্রুত সম্ভব এ সবুজ পিচ থেকে ফায়দা নেওয়ার চেষ্টা করতে হবে। কারণ উইকেটের এ চেহারা বেশি সময় থাকবে বলে মনে হয় না। প্রচন্ড গরমে উইকেটের চেহারা বদলাবে। উইকেট আরও খারাপ হতে থাকবে।’

বাংলাদেশ হেড কোচের বদ্ধমূল ধারণা খেলা যত শেষের দিকে গড়াবে, উইকট ততই স্পিনারদের পক্ষে যাবে। তিনি বলেন, ‘এটা আসলে খুব চমৎকার স্পোর্টিং পিচ। যেখানে ব্যাটার, পেসার ও স্পিনার সবাই হেল্প পাবে। আমি একটি শক্ত প্রতিদ্বন্দ্বিতার আশা করছি।’

এআরবি/এমএমআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।