শরিফুল-সাকিবের তোপে আরও একটি দুর্দান্ত জয় বাংলা টাইগার্সের

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:৪৭ এএম, ০১ আগস্ট ২০২৪

শরিফুল ইসলাম ও সাকিব আল হাসানের বোলিং তোপে আরও একটি দুর্দান্ত জয় পেয়েছে বাংলা টাইগার্স। গ্লোবাল টি-টোয়েন্টিতে এটি তাদের টানা তৃতীয় জয়। এই ম্যাচে সারে জাগুয়ার্সকে ৪ উইকেটে হারিয়েছে সাকিবের দল।

গতকাল বুধবার ব্রাম্পটনে সাকিব ও শরিফুলের দুর্দান্ত বোলিংয়ের সামনে টিকে থাকতে না পেরে মাত্র ১০১ রানে অলআউট হয়ে যায় জাগুয়ার্স। জবাবে ব্যাট করতে নেমে বাংলা টাইগার্স জয় তুলে নেয় ১ ওভার আর ৪ উইকেট অক্ষত রেখে।

এদিন টস জিতে ব্যাট করতে নামা জাগুয়ার্সকে শুরুতেই চেপে ধরেন শরিফুল। নিজের প্রথম আর ইনিংসের দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসেই সুনিল নারিনের উইকেট তুলে নেন বাংলাদেশি পেসার। পাঁচে নামা ব্যাটার ব্রান্ডন ম্যাককুলেনকে উইকেটরক্ষক রহমানুল্লাহ গুরবাজের হাতের ক্যাচ বানান সাকিব। এতে মাত্র ৩৪ রানে ৫ উইকেটের পতন হয় জাগুয়ার্সের।

১৬তম ওভারের শেষ বলে জাগুয়ার্সের অধিনায়ক ও সেট ব্যাটার মার্কাস স্টয়নিজকে (দলের হয়ে সর্বোচ্চ ৩৬ রান) বোল্ড করেন সাকিব। এতেই মূলত চ্যালেঞ্জিং পুঁজি গড়ার স্বপ্ন ধূলিস্যাৎ হয় জাগুয়ার্সের।

শেষদিকে শরিফুলের তোপের মুখে পড়ে জাগুয়ার্সের ব্যাটাররা। বাঁহাতি এই টাইগার্স পেসার চরম কিপটে বোলিংয়ের আরও ২টি উইকেট তুলে নেন। এই ম্যাচে ৪ ওভার বোলিং করে মাত্র ১১ রান খরচায় ৩ উইকেট শিকার করেন শরিফুল। বোলিং কোটা পূর্ণ করেন অধিনায়ক সাকিবও। ২ উইকেট নিতে টাইগার অলরাউন্ডার খরচ করেছেন ২১ রান।

জবাবে ব্যাট করতে নেমে অবশ্য ভালো করতে পারেননি সাকিব। মাত্র ১ রান পেয়েছেন এই বাঁহাতি। মোহাম্মদ ওয়াসিম (১৪) ও ইফতেখার আহমেদ (১৩) কিছু রান করে বাংলা টাইগার্সকে সামনে এগিয়ে আনছিলেন।

শেষ দিকে ডেভিড ওয়াইজি (১৯ বলে ২৭) ও দিলন হেইলিগারের (১২ বলে ১৭) অপরাজিত ইনিংসের উপর ভর করে জয় পায় বাংলা টাইগার্স।

এমএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।