ক্লাব বিশ্বকাপ

ব্রাজিলিয়ান ক্লাবের কাছে বড় হার চেলসির

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:১৭ এএম, ২১ জুন ২০২৫

ক্লাব বিশ্বকাপে টানা দ্বিতীয় জয় পেলো ব্রাজিলিয়ান ক্লাব ফ্লামেঙ্গো। এবার তারা ৩-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসিকে।

শুক্রবার ফিলাডেলফিয়ায় ক্লাব বিশ্বকাপের গ্রুপ ডি-এর ম্যাচে ফ্লামেঙ্গো প্রথমার্ধের ব্যবধান কাটিয়ে চেলসিকে ৩-১ গোলে হারিয়েছে। দ্বিতীয়ার্ধে ব্রুনো হেনরিক, ড্যানিলো এবং ওয়ালেস ইয়ানের গোলে টুর্নামেন্টে টানা দ্বিতীয় জয় নিশ্চিত করে ব্রাজিলিয়ান দলটি।

অথচ পেদ্রো নেতো ১৩ মিনিটের মাথায়ই এগিয়ে দিয়েছিলেন চেলসিকে। কিন্তু প্রিমিয়ার লিগের দলটি তাদের লিড বাড়ানোর বেশ কয়েকটি সুযোগ নষ্ট করে, এরপর ফ্লামেঙ্গো দারুণভাবে ঘুরে দাঁড়ায়।

৬২তম এবং ৬৫তম মিনিটে ব্রুনো হেনরিক এবং দানিলোর গোলের মাধ্যমে দ্রুতই লিড নেয় ফ্লামেঙ্গো। যার তিন মিনিট পরেই ফরোয়ার্ড নিকোলাস জ্যাকসন লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় চেলসি। ৮৩ মিনিটে ইয়ানের গোলে বড় জয় নিশ্চিত করে ফ্লামেঙ্গো।

এই জয়ে দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ ডি-তে শীর্ষে রয়েছে ফ্লামেঙ্গো, যেখানে চেলসি ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে।

এমএমআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।