শক্তি বাড়ছে মেসির, এবার আর্জেন্টিনার ডি পলও মিয়ামিতে

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:৪৬ এএম, ২৬ জুলাই ২০২৫

ইন্টার মিয়ামি কোচ হাভিয়ের মাসচেরানো আর্জেন্টিনার। এক সময় ছিলেন লিওনেল মেসির সতীর্থ। এবার বর্তমান সময়ের সতীর্থকেও পাশে পাচ্ছেন মেসি। আর্জেন্টিনার মিডফিল্ডার রদ্রিগো ডি পলকে অ্যাতলেতিকো মাদ্রিদ থেকে ছুটিয়ে আনছে মিয়ামি। শুক্রবার ক্লাবের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে এই খবর।

মিয়ামি এক বিবৃতিতে জানিয়েছে, ৩১ বছর বয়সী ডি পল আপাতত ২০২৫ সালের শেষভাগ পর্যন্ত লোনে এসেছেন। তবে ২০২৯ সালের এমএলএস মৌসুম পর্যন্ত ট্রান্সফার স্থায়ী করার বিকল্প শর্ত রয়েছে।

২০২২ সালে কাতারে মেসিকে সঙ্গে নিয়ে বিশ্বকাপ জেতেন আর্জেন্টিনার ডি পল। তবে বিশ্বচ্যাম্পিয়ন এই তারকার জন্য আপাতত সেরা একাদশে জায়গা পাওয়া কঠিন হবে। কেননা দলের গুরুত্বপূর্ণ তিনটি স্থান লিওনেল মেসি, জর্ডি আলবা এবং সার্জিও বুসকেটসের দখলে।

তবে লোনপর্ব শেষ হলে ডি পলের সঙ্গে বড় চুক্তিতে যেতে পারে মিয়ামি। মাদ্রিদের সঙ্গে এক বছরের মতো চুক্তি বাকি আছে তার। মিয়ামির সঙ্গে নতুন চুক্তি হলে তখন হয়তো নিয়মিত একাদশে একটা স্থায়ী জায়গা থাকবে এই মিডফিল্ডারের।

ডি পল গত মৌসুমে ডিয়েগো সিমিওনের দলের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলেন। তিনি গত মাসে ক্লাব বিশ্বকাপে তিনটিসহ সকল প্রতিযোগিতা মিলিয়ে অ্যাতলেতিকো মাদ্রিদের হয়ে ৫৩টি ম্যাচ খেলেছেন।

মিয়ামিতে যোগ দেওয়া প্রসঙ্গে ডি পল বলেন, ‘ইন্টার মিয়ামিতে আমার আসার পেছনে কারণ হলো প্রতিযোগিতা করা, শিরোপা জয় এবং ক্লাবের ইতিহাসে পাতার নাম লেখানোর ইচ্ছা। এটি এমন একটি ক্লাব যা দুর্দান্ত হতে এবং দীর্ঘ ইতিহাস ধারণ করতে যাচ্ছে। যাতে বহু মানুষ এই অবিশ্বাস্য দলটিকে অনুসরণ করতে পারে।’

এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।