লিভারপুলের জালে একহালি গোল দিল এসি মিলান

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮:৫৫ পিএম, ২৬ জুলাই ২০২৫

নতুন মৌসুম এখনও শুরু হয়নি। তার আগে ইউরোপিয়ান ক্লাবগুলোর চলছে প্রস্তুতি পর্ব। জায়ান্ট ক্লাবগুলো প্রাক মৌসুম প্রস্তুতির জন্য সফর করছে বিভিন্ন দেশ-মহাদেশ। এরইমধ্যে হংকংয়ের কওলুন সিটিতে কাই তাক স্পোর্টস পার্কে অনুষ্ঠিত ক্লাব প্রীতি ম্যাচে মুখোমুখি হলো ইংলিশ জায়ান্ট লিভারপুল এবং ইতালিয়ান জায়ান্ট এসি মিলান।

প্রীতি ম্যাচ আর ‘প্রীতি’তে থাকেনি। লিভারপুলের জালে গুনেগুনে চারবার বল জড়িয়েছে এসি মিলান। তবে ২টি হজমও করেছে। শেষ পর্যন্ত লিভারপুলকে ৪-২ গোলে হারিয়েছে এসি মিলান।

আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে লড়াইটা কেমন হবে, তার একটা প্রি-প্রদর্শনী হয়ে গেলো হংকংয়ে। ইতালিয়ান ক্লাবগুলো হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে শুরু করেছে।

asia cup cricket

গত বেশ কয়েকবছর ধরে ইংল্যান্ড এবং স্পেনের ক্লাবগুলোর আধিপত্য হয়তো কমতে শুরু করবে। গত মৌসুমেও তেমনটা দেখা গেছে। প্রথমবারের মত চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন হয়েছে পিএসজি। তবে, ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতেছে ইংলিশ ক্লাব চেলসি।

হংকংয়ে অনুষ্ঠিত এই প্রীতি ম্যাচে বল দখলের লড়াইয়ে লিভারপুলের পেছন পেছন দৌড়েছে এসি মিলান। ৬৯ ভাগ বলের দখল ছিল লিভারপুলের পায়ে। আর মাত্র ৩১ ভাগ ছিল এসি মিলানের। তবুও, গোলের খেলা ফুটবলে গোল বেশি দেয়া বিজয়ী দলটির নাম এসি মিলান।

১০ম মিনিটেই লিভারপুলের জাল কাঁপিয়ে দেন এসি মিলানের রাফায়েল লিও। সেই গোল ২৬তম মিনিটে পরিশোধ করেন দেন লিভারপুলের ডমিনিক সবজলাই। দ্বিতীয়ার্ধের শুরুতে, ম্যাচের ৫২তম মিনিটে লিভারপুলকে এগিয়ে দেন রুবেন লফটাস চেক। ৫৯ মিনিটে তৃতীয় গোল করেন নোয়াহ ওকাফর।

ম্যাচের শেষ মুহূর্তে, ইনজুরি সময়ে ৯০+৩ মিনিটে আরও একটি গোল পরিশোধ করেন মোহাম্মদ সালাহর পরিবর্তে মাঠে নামা ডাচ তারকা কোডি গাকপো। এর এক মিনিট পরই এসি মিলানের হয়ে চতুর্থ এবং নিজের দ্বিতীয় গোল করেন নোয়াহ ওকাফর।

এসি মিলানের কাছে ৪-২ গোলে লিভারপুলের পরাজয়ে প্রমাণিত হলো, আগামী মৌসুমে ডিফেন্সে ভালোই ভুগতে হবে অল রেডদের। কোচ আরনে স্লটকে এখনই ডিফেন্স নিয়ে ভাবতে হবে।

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।