মাঝেমধ্যে না খেলাটাও ভালো : মেসি

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:১৭ এএম, ০৭ ডিসেম্বর ২০১৭

সাইড বেঞ্চে বসে আছেন লিওনেল মেসি, মাঠ দাঁপিয়ে বেড়াচ্ছেন সতীর্থরা। চোট না থাকলে বার্সেলোনা সুপারস্টারকে সাধারণত এমন ভূমিকায় দেখে অভ্যস্ত নন ভক্ত-সমর্থকরা। তবে গত কয়েকদিনে দুইবার শুরুর একাদশে দেখা যায়নি আর্জেন্টাইন খুদেরাজকে। তিনি নিজে অবশ্য এ নিয়ে অসন্তুষ্ট নন। মাঝেমধ্যে বিশ্রাম নেয়াটাকে ভালো ব্যাপারই মনে করছেন মেসি।

বয়সটা ৩০ হয়ে গেছে। এই বয়সেও একইসঙ্গে বার্সেলোনা আর আর্জেন্টিনার জার্সির দায়িত্ব পালন করে যাচ্ছেন মেসি। তবে তিনিও তো মানুষ, তারও তো ক্লান্তি লাগে! চ্যাম্পিয়ন্স লিগে জুভেন্টাস আর স্পোটিং সিপির বিপক্ষে ম্যাচে শুরুতে মেসিকে বসিয়ে রেখেছিলেন বার্সা কোচ আরনেস্তো ভালভার্দে।

মেসি নিজেও মনে করছেন, বেশি বেশি ম্যাচ খেলার মধ্যে একটু বিশ্রাম দরকার তার। এতে নিজের সেরাটা দেয়া যায়, এমনটাই মত বার্সা তারকার, 'মৌসুমটা অনেক বড়। মাঝেমধ্যে এমন সময় আসে, যেটা অন্যদের থেকে কঠিন। বছরটা খুব দ্রুত যাচ্ছে, আর আমার শরীরের উপর দিয়েও অনেক ম্যাচের ধকল যাচ্ছে। তাই সেরাটা পাওয়ার জন্য মাঝেমধ্যে না খেলাটা ভালো ব্যাপারই।'

শুধু বার্সাই নয়, আর্জেন্টিনার বিশ্বকাপ-স্বপ্নও দাঁড়িয়ে মেসির কাঁধে। সমালোচকরা হাঁ করে আছেন, ব্যর্থ হলেই শুরু হবে সমালোচনা। মেসি ব্যাপারটা জানেন। আর্জেন্টাইন তারকা বলেন, 'আমরা কঠিন একটা সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। তবে এটা সত্যি, বিশ্ব চ্যাম্পিয়ন হতে হলে আমাদের আরও উন্নতি করতে হবে।'

ব্রাজিল, স্পেনের মত দলগুলোকে আর্জেন্টিনা থেকে এগিয়েই রাখছেন মেসি। ব্যর্থ হলে সমালোচনা শুনতে হবে, সেটাকেও স্বাভাবিক হিসেবে ধরে নিচ্ছেন তিনি, 'আমরা এখন যে জায়গায় দাঁড়িয়ে; ব্রাজিল, জার্মানি, ফ্রান্স আর স্পেন আমাদের থেকে ভালো দল। সমালোচনা হবে স্বাভাবিক, ফুটবলে সমালোচনা থাকেই। আমাদের মনের মধ্যে তিক্ততাটা এই কারণে যে আমরা জানি যদি খারাপ করি তবে কি অপেক্ষা করছে।'

এমএমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।