এবারও চ্যাম্পিয়ন্স লিগ জয়ের আশা রোনালদোর

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:৩৭ এএম, ০৭ ডিসেম্বর ২০১৭

ঘরোয়া লিগে সব মিলিয়ে সময়টা খুব ভালো কাটছে না ক্রিশ্চিয়ানো রোনালদোর। তবে চ্যাম্পিয়ন্স লিগে ঠিকই নিজের নামের প্রতি সুবিচার করে যাচ্ছেন পর্তুগিজ যুবরাজ। রিয়াল মাদ্রিদ শেষ ষোলোতে নাম লেখানোর পর এখন শিরোপা জয়ের লক্ষ্য ঠিক করে ফেলেছেন তিনি।

চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপর্বে প্রতিটি ম্যাচেই গোল পেয়েছেন রোনালদো। এখন তার লক্ষ্য, দলকে টানা তৃতীয় শিরোপা এনে দেয়া। এ সম্পর্কে রিয়াল তারকা বলেন, 'আশা করি, আমরা আবারও চ্যাম্পিয়ন্স লিগ জিতব। গ্রুপপর্ব পার হওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল। এখন আমাদের লক্ষ্য চ্যাম্পিয়ন্স লিগ জেতা।'

চলতি মৌসুমে রোনালদোর ঘরোয়া লিগে পারফম্যান্স নিয়ে অনেক সমালোচনা থাকতে পারে। চ্যাম্পিয়ন্স লিগে তিনি দুর্দান্তই কাটাচ্ছেন। রিয়াল তারকা নিজেও মনে করেন, এই প্রতিযোগিতটা উপভোগ করেন বলেই বেশি সাফল্য পান এখানে, 'এটা এমন একটা প্রতিযোগিতা যেখানে খেলতে আমার ভালো লাগে। অবশ্যই এখানে গোল করতেও ভালো লাগে আমার।'

চ্যাম্পিয়ন্স লিগে প্রথম নকআউটের আগে ফেব্রুয়ারি পর্যন্ত বিরতি পাবে রিয়াল। সোমবার লিগের ড্র হওয়ার কথা। রোনালদোর দলের খেলা পড়তে পারে তারই সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে।

তবে খেলা যার বিপক্ষেই পড়ুক। আপাতত গ্রুপপর্বে দলের সাফল্যটাই উপভোগ করতে চান রোনালদো। গ্রুপর্বের ছয় ম্যাচেই গোল করার রেকর্ড গড়া এই ফরোয়ার্ড বলেন, 'আমি খুব খুশি। আমরা গ্রুপপর্বটা জয়ে শেষ করতে চেয়েছিলাম। আমিও গোল করতে চেয়েছি। সুন্দর একটি গোলে দলের জয়ে অবদান রাখতে পেরেছি। রেকর্ডও খুব গুরুত্বপূর্ণ। আমি সত্যিই খুব আনন্দিত।'

এমএমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।