আবাহনী-মোহনবাগান ম্যাচ যেন দুই বাংলার শ্রেষ্ঠত্বের লড়াই

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৭:৫২ পিএম, ১৮ এপ্রিল ২০২২

কলকাতার বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গন প্রস্তুত হয়ে আছে বাংলাদেশ ও ভারতের দুই ঐতিহ্যবাহী ক্লাব আবাহনী ও মোহনবাগানের লড়াই উপহার দিতে। কলকাতার দর্শকরাও মুখিয়ে আছে দুই বাংলার ফুটবলযুদ্ধ গ্যালারিতে বসে দেখার।

আর মাত্র ২৪ ঘন্টা পর শুরু হবে আবাহনী ও মোহানবাগানের মধ্যে এএফসি কাপের প্লে-অফের দ্বিতীয় ধাপের ম্যাচটি। খেলা শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।

প্রথম প্লে-অফে মোহনবাগান ৫-০ গোলে হারিয়েছে শ্রীলংকার ব্লু স্টার ক্লাবকে। বাংলাদেশের দলটি ওয়াকওভার পেয়েছে মালদ্বীপের ক্লাব ভ্যালেন্সিয়ার বিপক্ষে। মঙ্গলবারের লড়াইয়ে যে দল জিততে তারা উঠে যাবে এএফসি কাপের গ্রুপ পর্বে।

গ্রুপ পর্বে খেলা আগেই নিশ্চিত করেছে বাংলাদেশের বসুন্ধরা কিংস, ভারতের গোকুলাম কেরালা ও মালদ্বীপের মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাব।

আবাহনী ও মোহনবাগানের ম্যাচ ঘিরে এখন আলোচনা ঢাকা ও কলকাতার ফুটবল দর্শকদের। ম্যাচটি এখন আর দুই ক্লাবের মধ্যে সীমাবদ্ধ নেই। হয়ে গেছে বাংলাদেশ ও ভারতের ফুটবল শক্তির পরীক্ষাও।

ভারতের মাটিতে ভারতের ক্লাবকে হারিয়ে আবাহনী এএফসি কাপের গ্রুপ পর্বে যেতে পারবে কি না- সেটিই এখন দেখার।

আরআই/এসএএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।