কোয়ার্টার ফাইনাল আবাহনী-মুক্তিযোদ্ধা

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৮:৫৭ পিএম, ১৯ নভেম্বর ২০২২

স্বাধীনতা কাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে উঠেছে আবাহনী ও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। শনিবার মুন্সিগঞ্জ বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়াম অনুষ্ঠিত মাচে আবাহনী ৩-১ গোলে বাংলাদেশ বিমানবাহিনীকে পরাজিত করে শেষ আটে খেলা নিশ্চিত করেছে।

আবাহনীর গোল করেছেন মিরাজ, কোস্টারিকান কলিন্দ্রেস ও ব্রাজিলের গেটারসন সান্তোস। ১৮ মিনিটে মেরাজের গোলে এগিয়ে যায় আবাহনী।

৩২ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন কলিন্দ্রেস। ৪৩ মিনিটে তৃতীয় গোল করেছেন গেটারসন। বাংলাদেশ বিমানবাহিনী ১১ মিনিটে সুমন রেজার গোল এগিয়ে গেলেও ৩ গোল খেয়ে শূন্যহাতে মাঠ ছেড়েছে। দুই ম্যাচে আবাহনী পয়েন্ট ৬।

এই গ্রুপ থেকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রও। গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে মুক্তিযোদ্ধা ৩-০ গোলে হারিয়েছে উত্তরা ফুটবল ক্লাবকে। গোল করেছেন সজিব, সোমা ও রাশেদ। দুই ম্যাচে মুক্তিযোদ্ধার সংগ্রহও ৬ পয়েন্ট।

আবাহনী ও মুক্তিযোদ্ধার ম্যাচে নির্ধারণ হবে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোন দল উঠবে কোয়ার্টার ফাইনালে।

আরআই/আইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।