আজমপুরের জালে মোহামেডানের ৭ গোল

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৭:০৪ পিএম, ১০ জানুয়ারি ২০২৩

অধিনায়ক সোলেমান দিয়াবাতের একমাত্র গোলে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে কোনমতে হারিয়ে ফেডারেশন কাপ শুরু করেছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। পরের ম্যাচেই সেই মোহামেডান হয়ে গেলো দুর্ধর্ষ। নবাগত আজমপুর ফুটবল ক্লাবের জালে গুনেগুনে ৭ গোল দিলো তারা।

কুমিল্লার ভাষা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মোহামেডান প্রথমার্ধে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধে করেছে আরো চার গোল। এ জয়ে দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে কোয়ার্টার ফাইনালে খেলা প্রায় নিশ্চিত করেছে সাদাকালোরা।

খেলা শুরুর চার মিনিটের মধ্যেই মোহামেডানকে এগিয়ে দেন তাদের উজবেকিস্তানের মিডফিল্ডার মুজাফফরভ। সপ্তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেছেন ব্রাজিলের রজার অলিভেইরা। ৪০ মিনিটে স্পেনের ড্যানিয়েল রিকার্ডোর গোল বিরতির আগে মোহামেডানকে এগিয়ে দেয় ৩-০ ব্যবধানে।

বিরতির পর ৫১ মিনিটে সাজ্জাদ, ৫২ মিনিটে ইমন ও ৫৩ মিনিটে মুজাফফর গোল করলে ৬-০ ব্যবধানে এগিয়ে যায় ফেডারেশন কাপের সাবেক চ্যাম্পিয়নরা। ৬১ মিনিটে সাজ্জাদ নিজের দ্বিতীয় ও দলের সপ্তম গোল করলে মৌসুমে নিজেদের সবচেয়ে বড় ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে মোহামেডান।

আরআই/আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।