সিঙ্গাপুরেই যাচ্ছেন সাবিনারা

ফিফা প্রীতি ম্যাচ খেলতে শেষ পর্যন্ত সিঙ্গাপুরই যাচ্ছে জাতীয় নারী ফুটবল দল। বাফুফের নারী ফুটবল কমিটির চেয়ারপারসন মাহফুজা আক্তার কিরণ রোববার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে অনির্ধারিত মিডিয়া ব্রিফিংয়ে জানিয়েছেন, ‘সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ খেলতে ১৬ ফেব্রুয়ারি সিঙ্গাপুর যাবে সাবিনারা। ১৮ ফেব্রুয়ারি ফিফা টায়ার-১ ম্যাচটি অনুষ্ঠিত হবে।’
‘রোববার (৫ ফেব্রুয়ারি) সকালেও আমরা সিঙ্গাপুরকে অনুরোধ করেছিলাম দুটি ম্যাচ আয়োজন করতে। তবে তারা একটি ম্যাচের বেশি খেলতে রাজি হয়নি। ১৯ ফেব্রুয়ারি আরেকটি ম্যাচ হবে দুই দেশের অবশিষ্ট একাদশ নিয়ে। সেটা হবে প্রস্তুতি ম্যাচ। যে ম্যাচের কোনো মিডিয়া কাভারেজও হবে না' - বলেছেন মাহফুজা আক্তার কিরণ।
সিঙ্গাপুর প্রথমে চেয়েছিল অন্য আরেকটি দেশকে নিয়ে ত্রিদেশীয় টুর্নামেন্ট আয়োজন করতে। তৃতীয় দেশ না পাওয়ায় এখন বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে একটি টায়ার-১ ম্যাচ হবে।
কম্বোডিয়ার বিপক্ষে মার্চে ম্যাচ খেলার বিষয়ে কিছুটা অগ্রগতির কথা জানিয়েছেন মাহফুজা আক্তার কিরণ, ‘কম্বোডিয়া বাংলাদেশে আসতে চেয়েছিল এপ্রিলে। আমরা বলেছি মার্চে আসতে। তারা যদি মার্চে আসতে পারে তাহলে বাংলাদেশেই দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে।’
আরআই/আইএইচএস/