ফেডারেশন কাপ ফুটবল
শেষ দল হিসেবে কোয়ার্টার ফাইনালে মুক্তিযোদ্ধা

অষ্টম দল হিসেবে ফেডারেশন কাপ ফুটবলের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। মঙ্গলবার মুন্সিগঞ্জ স্টেডিয়ামে নিজেদের শেষ ম্যাচে নবাগত ফর্টিস এফসিকে ২-১ গোলে হারানোয় কোয়ার্টার ফাইনালের দরজা খুলে যায় মুক্তিযোদ্ধার।
গোল করেছেন নাইজেরিয়ান এমানুয়েল ও বুরুন্দির সেলেমানি ল্যান্ড্রি। ফর্টিস এফসির গোলদাতা সবুজ। চার দলের ‘বি’ গ্রুপে চতুর্থ হওয়ায় ফর্টিস এফসির কোন ম্যাচের ফলই হিসেবে ধরা হয়নি। যে কারণে আগে কোন ম্যাচ না জেতা মুক্তিযোদ্ধার পয়েন্ট থাকে শূন্যই। শূন্য পয়েন্ট পাওয়া অন্য তৃতীয় দল ‘সি’ গ্রুপের পুলিশ এফসিরও। দুই দলেরই গোলগড়-২। তবে বেশি গোল করার সুবিধা নিয়ে শেষ আটে উঠে যায় মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র।
কুমিল্লা স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্রুপের অন্য ম্যাচে বসুন্ধরা কিংস ২-০ গোলে চট্টগ্রাম আবাহনীকে হারিয়ে গ্রুপসেরা হয়ে খেলবে কোয়ার্টার ফাইনাল। কিংসের গোল করেছেন তপু বর্মন ও ব্রাজিলের মিগুয়েল।
ফেডারেশন কাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করা ৮ দল হচ্ছে- মোহামেডান, রহমতগঞ্জ, বসুন্ধরা কিংস, চট্টগ্রাম আবাহনী, আবাহনী লিমিটেড, শেখ রাসেল ক্রীড়া চক্র, শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র।
আরআই/আইএইচএস/