সর্বোচ্চ গোলদাতার সঙ্গে টুর্নামেন্টসেরা

গোল্ডেন বুট আর বল শামসুন্নাহার জুনিয়রের

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৯:০৯ পিএম, ০৯ ফেব্রুয়ারি ২০২৩

সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ। বাংলাদেশের দুই খেলোয়াড়ের হাতে উঠেছে সবচেয়ে মূল্যবান তিনটি পুরস্কারও।

বাংলাদেশ অধিনায়ক শামসুন্নাহার জুনিয়র গোটা টুর্নামেন্টেই খেলেছেন দুর্দান্ত ফুটবল। বাংলাদেশের অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার পেছনে তার অবদান সবচেয়ে বেশি। তিনি পাঁচটি গোল করে সর্বাধিক গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট জেতার পাশাপাশি জিতেছেন টুর্নামেন্টসেরা পুরস্কার গোল্ডেন বলও।

শামসুন্নাহার জুনিয়র টুর্নামেন্টে ৫টি গোল করেছেন একটি হ্যাটট্রিকসহ। তিনি প্রথম ম্যাচে নেপালের বিপক্ষে একটি গোল করেছিলেন। ভুটানের বিপক্ষে করেছিলেন হ্যাটট্রিক এবং ফাইনালে করেছেন এক গোল।

টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের পুরস্কার জিতেছেন বাংলাদেশের রূপনা চাকমা। টুর্নামেন্টের ফেয়ার প্লে ট্রফি জিতেছে ভুটান। ভুটান এই টুর্নামেন্টে তিন ম্যাচের তিনটি হেরে বিদায় নিয়েছিল।

আরআই/এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।