৩৩ ফুটবলার নিবন্ধন করালো ফর্টিস এফসি
পাঁচ বিদেশিসহ ২০২৪-২৫ মৌসুমের জন্য ৩৩ ফুটবলার নিবন্ধন করিয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দল ফর্টিস এফসি। সোমবার বিকেলে খেলোয়াড়দের তালিকা বাফুফে অফিসে জমা দিয়েছেন ক্লাবটির ম্যানেজার রাশেদুল ইসলাম।
পুরোনো খেলোয়াড়দের বেশিরভাগ রেখেই এবার দল সাজিয়েছে গত মৌসুমে ৫ নম্বরে থেকে প্রিমিয়ার লিগ শেষ করা দলটি।
ম্যানেজার রাশেদুল ইসলাম জাগো নিউজকে জানান, আমরা গত মৌসুমের ২২ জন রেখে দিয়েছি। আমাদের একাডেমি থেকে নেওয়া হয়েছে ৩ জন। বাকি ৮ ফুটবলার নতুন। এর মধ্যে একজন বিদেশিও আছেন। নতুন বিদেশি গাম্বিয়ান ইসা জালো।
সিনিয়র খেলোয়াড় মামুনুল ইসলাম এবারও আছেন ফর্টিসে। অন্য দল থেকে উল্লেখযোগ্য যারা ফর্টিসে এসেছেন, তাদের মধ্যে আছেন বুসন্ধরা কিংসের বিপলু আহমেদ, শেখ জামাল ধানমন্ডি ক্লাবের আতিকুর রহমান ফাহাদ, পিয়াস আহমেদ নোভা ও আবদুল্লাহ।
ফিফা দলবদলের সময় তিন দিন বর্ধিত করায় ২২ আগস্ট পর্যন্ত খেলোয়াড় নিবন্ধন করতে পারবে ক্লাবগুলো। এবারের মৌসুমের ফুটবল কবে মাঠে গড়াবে সে সিদ্ধান্ত নিতে সোমবার বিকেল সভায় বসেছে বাফুফের প্রফেশনাল ফুটবল লিগ কমিটি।
আরআই/এমএমআর/এএসএম