মালদ্বীপে ব্রোঞ্জ জিতলো বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৭:১৯ পিএম, ১৫ জুন ২০২৫

মালদ্বীপে অনুষ্ঠিত সাউথ এশিয়ান অনূর্ধ্ব-১৬ বাস্কেটবল চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ। রোববার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশ ৭৫-৪২ পয়েন্টে হারিয়েছে স্বাগতিক মালদ্বীপকে।

বাংলাদেশ, শ্রীলংকা, ভারত ও মালদ্বীপের এই প্রতিযোগিতা হয়েছিল লিগ ভিত্তিতে। বাংলাদেশ ভারত ও শ্রীলংকার কাছে হারে এবং মালদ্বীপকে হারিয়ে তৃতীয় হয়। মালদ্বীপ হয়েছিল চতুর্থ। ফরম্যাট অনুযায়ী পয়েন্ট টেবিলের এক ও দুই নম্বর দল লড়াই করেছে স্বর্ণের জন্য এবং তিন ও চার নম্বর দল লড়াই করেছে ব্রোঞ্জের জন্য।

বাংলাদেশ দুইবার স্বাগতিকদের হারিয়ে তৃতীয় হয়ে ঘরে ফিরছে। বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আতিকুল হাফিজ বলেছেন, 'এটা আমাদের জন্য ভালো রেজাল্ট। আমি ছেলেদের পারফরম্যান্সে খুশি।'

আরআই/আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।