অবশেষে শুটিং ফেডারেশনের কমিটি ঘোষণা
শেষ হলো অপেক্ষার প্রহর। অবশেষে ঘোষণা করা হলো শুটিং ফেডারেশনের অ্যাডহক কমিটি।
আজ বুধবার জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে নির্বাহী কমিটি বাতিল করে নতুন অ্যাডহক কমিটি ঘোষণা করা হয়েছে।
অন্যান্য ফেডারেশনে অ্যাডহক কমিটি আগেই ঘোষণা করা হলেও শুটিংয়ের কমিটি গঠন নিয়ে হয়েছে গড়িমসি।
বহুল কাঙ্ক্ষিত এই কমিটিতে সভাপতির দায়িত্ব পেয়েছেন মো: রেজাউল মাকসুদ জাহেদী আর সাধারণ সম্পাদক নিযুক্ত হয়েছেন বেগম আলেয়া ফেরদৌউস। সহ-সভাপতি হিসেবে রয়েছেন রোমো রউফ চৌধুরী ও আব্দুস সালাম খাঁন।
এই কমিটিতে মোট ১৯ জন সদস্য রয়েছেন।
আরআই/এমএইচ/