জুনিয়র বিশ্বকাপ হকির প্রাথমিক দলে ৪৫ খেলোয়াড়

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৮:২১ পিএম, ১৬ জুলাই ২০২৫

প্রথমবারের মতো বিশ্বকাপ হকিতে খেলার যোগ্যতা অর্জন করা বাংলাদেশ যুব দলের প্রস্তুতি শুরু হবে ২৭ জুলাই। বাংলাদেশ হকি ফেডারেশন বিশ্বকাপের প্রস্তুতির জন্য প্রাথমিক ক্যাম্পে ৪৫ জন খেলোয়াড়কে ডেকেছে। ২৬ জুলাই ডাক পাওয়া খেলোয়াড়দের রিপোর্ট করতে হবে। কুপার পেস্টের মাধ্যমে পরের দিন থেকে শুরু হবে প্রস্তুতি।

আগামী ২৮ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর জুনিয়র বিশ্বকাপ হবে ভারতের চেন্নাইয়ে। গত বছর নভেম্বর-ডিসেম্বরে ওমানে হওয়া জুনিয়র এশিয়া কাপে পঞ্চম হয়ে বাংলাদেশ প্রথমবারের মতো বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে। হকির যে কোনো পর্যায়ে এটাই হবে প্রথম বিশ্বকাপ খেলা।

২৪টি দেশ নিয়ে বসবে বিশ্বকাপের আসর। ভারত স্বাগতিক হিসেবে খেলবে সরাসরি। বাকি ২৩ দল উঠেছে বিশ্বের ৬ টি আঞ্চলিক পর্বের লড়াই থেকে। ৬ গ্রুপে ভাগ হয়ে বিশ্বকাপে খেলবে দলগুলো। বাংলাদেশ পড়েছে 'এফ' গ্রুপে। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ফ্রান্স ও দক্ষিণ কোরিয়া।

আরআই/আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।