স্মিথের নতুন কীর্তি


প্রকাশিত: ০৫:০০ এএম, ০৮ জানুয়ারি ২০১৫

একই সিরিজে টানা চার ম্যাচে সেঞ্চুরির রেকর্ড কেবল তিনজনের। স্যার ডন ব্র্যাডম্যান, জ্যাক ক্যালিস ও স্টিভেন স্মিথ। শেষেরজন গতকালই নাম লেখালেন দুই কিংবদন্তির পাশে।

অ্যাডিলেড,ব্রিসবেন,মেলবোর্নের পর সিডনিতেও সেঞ্চুরি করে এই নজির গড়লেন স্মিথ। বুধবার সিডনিতে ২০৮ বলে ১১৭ রানের ইনিংসটি সাজানো ছিল ১৫টি বাউন্ডারির সাহায্যে। এর আগে  অধিনায়ক হিসেবে টানা তিনটি টেস্টে সেঞ্চুরি করে আগেই বিশ্বরেকর্ড গড়েছিলেন তিনি।

মাইকেল ক্লার্কের অনুপস্থিতিতে অস্ট্রেলিয়া দলকে নেতৃত্ব দেয়া স্মিথ পুরো সিরিজেই অবিশ্বাস্য ফর্মে রয়েছেন। গতকাল পর্যন্ত করেছেন ৬৯৮ রান, যা তাকে ভারতের বিপক্ষে কোনো নির্দিষ্ট সিরিজে রান তোলায় ব্র্যাডম্যান (৭১৫) ও রিকি পন্টিংয়ের (৭০৬) পরেই স্থান করে দিয়েছে। ঘরের মাটিতে খেলা তার সর্বশেষ সাত টেস্টের মধ্যে ছয়টিতেই প্রথম ইনিংসে সেঞ্চুরি করার কৃতিত্ব দেখালেন ২৫ বছর বয়সী ক্রিকেটার।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।