রেকর্ড গড়ে ওয়েস্ট ইন্ডিজের সিরিজ জয়
টি২০ ক্রিকেটে ক্রিস গেইল যে কতটা ভয়ঙ্কর তার আরেকটা প্রমান দেখা গেলো জোহানেসবার্গের নিউ ওয়ান্ডারার্স স্টেডিয়ামে। টি২০ তে বিশ্ব রেকর্ড গড়ে দক্ষিন আফ্রিকার বিপক্ষে সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ।
এর আগে টসে জিতে প্রথমে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেন ক্যারিবীয় অধিনায়ক ড্যারেন স্যামি। প্রোটিয়া অধিনায়ক ফ্যাফ ডু প্লেসিসের ৫৬ বলে ১১৯ সাথে ডেভিড মিলারের ২৬ বলে ৪৭ রানের উপর ভর করে ২০ ওভার শেষে দক্ষিন আফ্রিকার স্কোরবোর্ডে উঠে ২৩১ রান।
টি২০ তে তো এই স্কোরই জয়ের জন্য গ্যারান্টি। কিন্তু গেইল আর স্যামুয়েলস ঝড়ে ক্যারিবীয়দের সামনে বুঝি এই গ্যারান্টিও টিকলো না। ১৫২ রানের জুটি গড়ে ক্যারিবীয়দের জন্য সহজ জয়ই নিশ্চিত করে এই দু’জন। ৪১ বলে ৯০ রান করে আউট হন গেইল। ৩৯ বলে ৬০ রান করেন মারলন স্যামুয়েলস।
এ দু’জন আউট হয়ে গেলেও স্যামি-রামদিনদের বাকি কাজ করতে খুব বেশি কষ্ট করতে হয়নি। ৪ বল বাকি থাকতেই ৪ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে ড্যারেন স্যামির দল।