রিয়ালে রোনালদো-বেল দ্বন্দ্ব!


প্রকাশিত: ০৯:২৫ এএম, ১২ জানুয়ারি ২০১৫

নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে সফরকারী এস্পানিওলকে ৩-০ গোলে হারিয়ে তিন ম্যাচ পর জয় পেল স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। কিন্তু এর পরও খুশি হতে পারছে না রিয়াল কর্তৃপক্ষ। কারণ প্রকাশ্যরূপ ধারণ করেছে রোনালদো-বেল দ্বন্দ্ব।

১৫ মাস পর এই প্রথম ঘরের মাঠে গোল পেলেন না রোনালদো। অথচ ৭১ মিনিটে দারুণ এক সুযোগ এসেছিল সিআর সেভেনের সামনে। কিন্তু বেলের ভুলের কারণে গোলটি হাতছাড়া হলো রোনালদোর। বেলের সামনে তখন কেবল এসপানিওল গোলরক্ষক কিকো ক্যাসিয়া। পাশে থাকা রোনালদোকে বলটা বাড়িয়ে দিলেই ভিন্ন কিছু ঘটার সম্ভাবনা। কিন্তু রোনালদোকে বল না দিয়ে নিজেই শট নিলেন ওয়েলশ উইঙ্গার। কিন্তু গোলের দেখা পেলেন না। রোনালদো বেজায় চটলেন সতীর্থের ওপর। ক্ষোভটা প্রকাশ করলেন মাঠেই। বার্নাব্যুর গ্যালারি থেকেও বেলের উদ্দেশ্যে ভেসে এল দুয়ো।

ম্যাচের পর রিয়াল কোচ কার্লো আনচেলত্তিকে পর্যন্ত কথা বলতে হলো এ নিয়ে,‘বেল খুব ভালো খেলেছে। একটা গোল সে করেছে। পরে ক্রিশ্চিয়ানোকে পাস দেয়া নিয়ে দর্শকেরা চিৎকার-চেঁচামেচি করেছে। তবে গোলরক্ষকের সামনে ফরোয়ার্ডরা সব সময়ই গোল করতে চায়। দর্শকেরা গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের কাছে অনেক কিছু প্রত্যাশা করে। বেল তেমনই এক গুরুত্বপূর্ণ খেলোয়াড়।  


পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।