রুবেলকে অব্যাহতি : বিচারককে হ্যাপির নোটিশ


প্রকাশিত: ০২:০৩ পিএম, ১৫ জানুয়ারি ২০১৫

ক্রিকেটার মো. রুবেল হোসেনকে মামলার হাজিরা থেকে অব্যাহতি দেওয়ায় বিচারককে লিগ্যাল নোটিশ পাঠিয়েছে চিত্র নায়িকা নাজনীন আক্তার হ্যাপি। বৃহস্পতিবার দুপুরে হ্যাপির আইনজীবী ড. ইউনূছ আলী আকন্দ সরকারি ডাকযোগে এই নোটিশ পাঠান।

নোটিশে রুবেল হোসেনকে মামলার হাজিরা থেকে অব্যাহতি ও বিদেশে যাওয়ার অনুমতি কেন দেয়া হলো তা জানতে চাওয়া হয়েছে। একই সঙ্গে আগামী ২৪ ঘণ্টার মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।  নির্ধারিত সময়ের মধ্যে নোটিশের জবাব না পেলে তিনি হাইকোর্টে রিট করবেন বলেও জানিয়ে দিয়েছেন।

এছাড়া আইন মন্ত্রণালয়ের সচিবকে এই ঘটনা তদন্ত করার জন্য নোটিশে আহবান জানানো হয়েছে।

উল্লেখ্য, বুধবার আইনজীবীর মাধ্যমে হাজিরা প্রদানের জন্য এবং বিশ্বকাপ ক্রিকেটে খেলার জন্য বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে আদালতে পৃথক দু’টি আবেদন করেন রুবেল। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাশেদ তালুকদার শুনানি শেষে দু’টি আবেদনই মঞ্জুর করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।