মেসির হ্যাট্রিক: বার্সার সহজ জয়


প্রকাশিত: ০৩:৪৩ এএম, ১৯ জানুয়ারি ২০১৫

বার্সেলোনায় থাকবেন কি থাকবেন না এই নিয়ে আলোচনা যখন তুঙ্গে ঠিক তখনই হ্যাট্রিক করে দলকে সহজ জয় এনে দিলেন লিওনেল মেসি। তার হ্যাট্রিকের উপর ভর করে দেপোর্তিভো লা করুনাকে ৪-০ গোলের বড় ব্যবধানে হারাল বার্সা।

খেলার ১০ মিনিটেই দেপোর্তিভোর জালে প্রথম বল জড়ান মেসি। ৩৩ মিনিটে লুইস সুয়ারেজের পাস থেকে বল পেয়ে বাম পায়ের দুর্দান্ত এক শটে নিজের দ্বিতীয় গোল করেন বার্সার এই ক্ষুদে যাদুকর।

বিরতির পর ৬২ মিনিটে আবার বাম পায়ের দুর্দান্ত এক শটে গোল করে হ্যাটট্রিক পূরণ করেন মেসি। খেলার ৮৩ মিনিটে দেপোর্তিভোর সিদনেই নিজেদের জালেই বল জড়ালে ৪-০ গোলের বড় ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা।

এই জয়ের ফলে ১৮ ম্যাচ শেষে ৪১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বার্সা। ৪৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে রিয়াল মাদ্রিদ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।