রোনালদোর প্রেরণা মেসি


প্রকাশিত: ০৬:১৭ এএম, ২২ জানুয়ারি ২০১৫

বর্তমান ফুটবল বিশ্বের অন্যতম দুই সেরা তারকা রোনালদো ও মেসি। মাঠে হোক বা মাঠের বাইরে হোক একে আপরকে এড়িয়ে চলতেই বেশি পছন্দ করে। কিন্তু সহসা সবাইকে চমকে দিয়ে রোনালদো স্বীকার করলেন,তার প্রেরণার একটি বড় অংশ নাকি মেসি। ফ্রান্স ফুটবল ম্যাগাজিনে মঙ্গলবার প্রকাশিত এক দীর্ঘ সাক্ষাৎকারে এমনটাই  জানিয়েছেন  রিয়াল মাদ্রিদ তারকা।

আর্জেন্টাইন ফরোয়ার্ড মেসি ও জার্মানির গোলরক্ষক ম্যানুয়েল ন্যুয়ারকে পিছনে ফেলে ২০১৪-র বর্ষসেরা ফুটবলার হয়েছেন সিআর-সেভেন। সেই প্রসঙ্গ টেনে রিয়াল তারকা বলেন,সত্যি কথা বলতে,অন্য দুই প্রার্থীও বিজয়ী হওয়ার যোগ্য। ন্যুয়ার অসাধারণ একটা মৌসুম পার করেছে আর মেসির বিশ্বকাপটা দারুণ কেটেছে। আমরা তিনজনই সম্ভাব্য বিজয়ী ছিলাম। তবে শেষপর্যন্ত বিজয়ী হিসেবে আমাকে বেছে নেওয়া হয়েছে। এজন্য আমি দারুণ গর্বিত।

এরপরই মেসিকে নিয়ে সরাসরি রোনালদো বলেন,মেসি আমার প্রেরণার একটি গুরুত্বপূর্ণ অংশ। ফুটবল জগতের সব ধরনের প্রতিযোগীই আমার কাছে প্রেরণা হিসেবে কাজ করে। আমি নিশ্চিত আমাদের দু’জনের মধ্যেকার প্রতিদ্বন্দ্বিতা মেসিকেও নিশ্চই প্রেরণা জোগায়। এটা আমার এবং ওর কাছে তো বটেই,পাশাপাশি অন্য খেলোয়াড়দের জন্যও ইতিবাচক একটা বার্তা।
এমআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।