ফাইনালে মারে
ইংল্যান্ডের টেনিস তারকা অ্যান্ডি মারে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠেছেন। সেমিফাইনালে কোর্টের লড়াইয়ে মারের বিপক্ষে দারুণ প্রতিদ্বন্দ্বিতা করেন বার্ডিচ। যদিও শেষ অবধি পেরে উঠেননি মারের বিপক্ষে, হেরেছেন ৬-৭ (৬), ৬-০, ৬-৩, ৭-৫ গেমে। আর বার্ডিচকে হারিয়ে চতুর্থবারের মতো প্রতিযোগিতার ফাইনাল নিশ্চিত করেছেন মারে।
এর আগে প্রতিযোগিতার ফাইনালে ২০১০ সালে রজার ফেদেরারের কাছে, ২০১১ সালে জকোভিচের কাছে এবং ২০১৩ সালেও তিনি পরাজিত হয়েছেন সার্বিয়ান তারকা জকোভিচের কাছে।
এএইচ/পিআর