আরএফএল লিজেন্ডস এর প্রতিপক্ষ কমপ্রিহেনসিভ হোল্ডিং


প্রকাশিত: ০২:৩২ পিএম, ০৩ ফেব্রুয়ারি ২০১৫

`থ্রি ক্রিকস’ ইনডোর করপোরেট ক্রিকেট টুর্নামেন্টে বুধবার আরএফএল লিজেন্ডস মাঠে নামছে কমপ্রিহেনসিভ হোল্ডিংয়ের বিপক্ষে। বুধবার সন্ধ্যায় মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।

এবারের টুর্নামেন্টে ৩২টি দল ৮টি গ্রুপে ভাগ হয়ে খেলবে। ‘এফ’ গ্রুপে খেলছে দেশের শীর্ষস্থানীয় বানিজ্যিক প্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপের দল আরএফএল লিজেন্ডস। তাদের প্রতিপক্ষ কমপ্রিহেনসিভ হোল্ডিং, মিউচ্যুয়াল টাস্ট ব্যাংক এবং গেটকো গ্রুপ।

এইট এ সাইট ক্রিকেট টুর্নামেন্টে প্রতি দলে আট জন খেলোয়াড় থাকবে। প্রতিটি ম্যাচ হবে আট ওভারে।


এসআই/এএইচ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।