স্কটল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের জয়
বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ৩১৮ রান তাড়া করে স্কটল্যান্ডের বিপক্ষে ৬ উইকেটের বিশাল জয় পেলো বাংলাদেশ। আর এ জয়ে শেষ আটে যাওয়ার আশাও বাঁচিয়ে রাখলো টাইগাররা।
এর আগে ৩১৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় ৫ রানে সৌম্য সরকারের উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে টাইগাররা। এরপর রিয়াদকে সাথে নিয়ে ১৩৯ রানের জুটি গড়ে দলকে ভালো অবস্থানে নিয়ে যায় তামিম। ৬২ রান করে আউট হন মাহমুদুল্লাহ রিয়াদ। এরপর মুশফিককে সাথে নিয়ে ৫৭ রানের জুটি গড়েন তামিম। ব্যক্তিগত ৯৫ রান করে আউট হন টাইগার এই ব্যাটসম্যান।
এরপর সাকিবকে সাথে নিয়ে মুশফিক ৪৬ রানের জুটি গড়েন। ব্যক্তিগত ৬০ রান করে আউট হন মুশফিক। এরপর দলের হাল ধরেন সাকিব। ৪১ বলে ৫২ রানের দুর্দান্ত একটি ইনিংস খেলে জয় নিয়ে মাঠ ছাড়ে টাইগার এই ব্যাটসম্যান। সাব্বির অপরাজিত থাকেন ৪২ রান নিয়ে।
ম্যান অব দা ম্যাচ নির্বাচিত হয়েছেন স্কটল্যান্ডের কাইল কোয়েটজার।
এমআর/আরআইপি