বৃষ্টিতে বন্ধ পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা ম্যাচ


প্রকাশিত: ০৪:০০ এএম, ০৭ মার্চ ২০১৫

অকল্যান্ডে আজ শেষ পর্যন্ত পাকিস্তানের সামনে আশির্বাদ হয়ে দেখা দিলো বৃষ্টি। পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা ম্যাচের ৩৭ ওভার শেষ হতে না হতেই শুরু হল মুষলধারে বৃষ্টি। আপাতত এখন খেলা বন্ধ।

এর আগে অকল্যান্ডের ইডেন পার্কে টস হেরে ব্যাট করতে নেমে ভালোই শুরু করেছে পাকিস্তান।  শেষ খবর পাওয়া পর্যন্ত  রান ৩৭ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে পাকিস্তানের সংগ্রহ ১৭৫ রান। অধিনায়ক মিসবাহ-উল হক ৪০ রান নিয়ে ব্যাট করছে।

আহমেদ শেহজাদের সঙ্গে পাকিস্তানের ইনিংস ওপেন করতে নামেন সরফরাজ আহমেদ। দু’জনের আত্মবিশ্বাসী শুরট দেখেই মনে হচ্ছিল আজ দিনটা পাকিস্তানেরও হতে পারে। তবে নবম ওভারে কাইল অ্যাবটের বলে ডেল স্টেইনের অসাধারণ এক ক্যাচের শিকার হয়ে ফিরে যান ওপেনার আহমেদ শেহজাদ।

ওয়ানডাউনে ব্যাট করতে নামেন ইউনিস খান। তবে তাকে এক পাশে রেখে অপর পাশে বেশ মারমুখী ভুমিকায় অবতীর্ণ হন সরফরাজ আহমেদ। ডুমিনিকে এক ওভারে পর পর দুবার ছক্কাসহ তিনবার ওভার বাউন্ডারি মেরে পাকিস্তানের রানের চাকা অসাধারণভাবে বাড়িয়ে তোলেন।

কিন্তু সুখের সময় বেশিক্ষণ টেনে না মনে হয়। ডেভিড মিলার আর কুইন্টন ডি ককের চেষ্টায় শেষ পর্যন্ত রান আউট হয়েই ফিরে যান তিনি। ততক্ষণে তার নামের পাশে ৪৯ বলে ৪৯ রান। ৫টি বাউন্ডারি আর ৩টি ছক্কায় সাজানো তার ইনিংস।

দলীয় ১৩২ রানে ডি ভিলিয়ার্সের বলে ফিরে যান ইউনিস খানও। আউট হওয়ার আগে ৪৪ বলে খেলেন ৩৭ রানের এক ইনিংস। ৩২তম ওভারে কাইল অ্যাবটের শেষ বলে আউট হন শোয়েব মাকসুদ। ১৬ বলে ৮ রান করে ফেরেন তিনি।

৩৭তম ওভারের শেষ বলে মর্কেলের বলে মিডউইকেটে খেলেন উমর আকমল। তার জোরে মারা শটটি অসাধারণ দক্ষতায় তালুবন্দী করে নেন এবি ডি ভিলিয়ার্স।

এমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।