জয়ের জন্য মাঠে নামবে বাংলাদেশ
নিউজিল্যান্ডের নেলসন থেকে অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে পৌঁছছে টিম বাংলাদেশ। চার ম্যাচে দুটি জয় ও একটি পরাজয়ের সঙ্গে এক পরিত্যক্ত ম্যাচে দলটির সংগ্রহ ৫ পয়েন্ট। কোয়ার্টারের পথে মাশরাফি বাহিনীর সামনে এবার ইংলিশ মিশন। আগামীকাল সোমবার অ্যাডিলেডে ইংলিশদের বিপক্ষে জয়ের জন্যই মাঠে নামবে বাংলাদেশ।
রোববার অ্যাডিলেডে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বলেন, বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড নিয়ে ইংল্যান্ড কিছুটা চাপে আছে, আর আমরা এই চাপটাকে কাজে লাগিয়ে জয় তুলে নিতে চাই। ইংলিশদের বিপক্ষে ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও টাইগাররা ভালো করবে বলে প্রত্যাশা করেন তিনি।
টাইগার অধিনায়ক বলেন,সামান্য একটু চাপ থাকাটা স্বাভাবিক,কেননা আমাদের ভালো কিছুর জন্যই দেশে ১৬ কোটি মানুষ ও প্রবাসী বাঙালিরা অপেক্ষা করছেন। এই চাপ থেকে বের হওয়াটাও অন্যরকম আনন্দ।
তিনি আরও বলেন,সবার প্রত্যাশা পূরণে আমরা বদ্ধপরিকর। আপাতত আমরা কালকের ম্যাচ নিয়েই ভাবছি। বিপক্ষ দলের কথা চিন্ত করেই কালকের ম্যাচের দল গঠন করা হবে বলেও জানান মাশরাফি।
এমআর/আরআইপি