ম্যাক্সওয়েল ঝড়ে অসিদের সংগ্রহ ৩৭৬


প্রকাশিত: ০৭:৩৩ এএম, ০৮ মার্চ ২০১৫

বিশ্বকাপে ‘এ’ গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে গ্লেন ম্যাক্সওয়েল ঝড়ে শেষ পর্যন্ত ৩৭৬ রানের পাহাড় গড়েছে অস্ট্রেলিয়া। আউট হওয়ার আগে ম্যাক্সওয়েল করেন ৫৩ বলে ১০২ রান।

এর আগে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি অস্ট্রেলিয়ার। পঞ্চম ওভারে ডেভিড ওয়ার্নারকে সাজঘরে ফিরিয়েছেন লাসিথ মালিঙ্গা। ৯ রান করে ফিরে গেছেন ওয়ার্নার। ২৪ রান করে সেকুগে প্রসন্নের শিকার হয়েছেন অ্যারন ফিঞ্চ।

তৃতীয় উইকেটে ১৩৪ রানের জুটি গড়ে অবশ্য দলকে বড় সংগ্রহের দিকে অনেকখানি এগিয়ে দিয়েছেন ক্লার্ক ও স্মিথ। ৩২তম ওভারে মালিঙ্গার বলে বোল্ড হয়ে ফিরেছেন ক্লার্ক। তার আগে খেলেছেন ৬৮ বলে ৬৮ রানের লড়াকু ইনিংস। পরের ওভারে ৭২ রান করা স্মিথকেও সাজঘরমুখী করেছেন দিলশান।

এরপর শুরু হয় ম্যাক্সওয়েল ঝড়। ওয়াটসনকে সাথে নিয়ে গড়ে তোলেন ১৬০ রানের জুটি। আউট হওয়ার আগে ওয়াটসন করেন ৬৭ রান। শেষ দিকে হাডিন ৯ বলে ২৫ রান করলে ৩৭৭ রানের টার্গেট দাঁড়ায় শ্রীলঙ্কার সামনে। লংকানদের পক্ষে মালিঙ্গা নেন ২টি উইকেট।

এমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।