ভারতের সেরা অধিনায়ক ধোনি


প্রকাশিত: ০৪:০৫ এএম, ১১ মার্চ ২০১৫

বিশ্বকাপে ১২ ম্যাচ জিতে ভারতের সেরা অধিনায়ক হয়ে গেলেন মহেন্দ্র সিং ধোনি। এর আগে কপিলের নেতৃত্বে ১১ ম্যাচ জয়ের স্বাদ পেয়েছিলো টিম ইন্ডিয়া। এছাড়া বিশ্বকাপে টানা ৯ ম্যাচ জিতে কপিলের সমান হলেন ধোনি।

২০১১ বিশ্বকাপে প্রথম ভারতকে নেতৃত্ব দেন ধোনি। ঐ আসরেই ধোনির নেতৃত্বে শিরোপা জয়ের স্বাদ পায় টিম ইন্ডিয়া। ২০১৫ বিশ্বকাপেও ধোনির নেতৃত্বে দারুন যাত্রা করেছে গতবারের চ্যাম্পিয়নরা। গ্রুপ পর্বে নিজেদের পঞ্চম ম্যাচে আয়ারল্যান্ডকে হারিয়ে চলতি আসরে টানা ৫ ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে নাম লিখিয়েছে ভারত। ফলে ২০১১ ও চলতি বিশ্বকাপ মিলিয়ে ধোনির নেতৃত্বে ১৪ ম্যাচে ১২ জয়ের স্বাদ পেলো টিম ইন্ডিয়া।
তাই জয়ের ক্ষেত্রে বিশ্বকাপে ধোনিই ভারতের সেরা অধিনায়ক বনে গেলেন। এর আগে ১৯৮৩ থেকে ১৯৮৭ পর্যন্ত কপিলের নেতৃত্বে ১৫ ম্যাচে ১১ জয়ের স্বাদ পেয়েছিলো ভারত। দলকে ১০ জয়ের স্বাদ দিয়ে তৃতীয়স্থানে রয়েছেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন।

এছাড়া বিশ্বকাপে ধোনির নেতৃত্বে টানা ৯ ম্যাচ জয়ের স্বাদ পেয়েছে ভারত। এক্ষেত্রে কপিল দেবের পাশে বসলেন ধোনি। কপিলও ভারতকে টানা ৯ ম্যাচ জয়ের স্বাদ দিয়েছিলেন। এই তালিকায় সবার উপরে আছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং। ১৯৯৯ থেকে ২০১১ আসর পর্যন্ত অসিদের টানা ২৪ ম্যাচ জয়ের স্বাদ দিয়েছিলেন পন্টিং।

এমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।