টস জিতে ব্যাট করছে শ্রীলঙ্কা
হোবার্টে স্কটল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাট করছে শ্রীলঙ্কা। শেষ খবর পাওয়া পর্যন্ত লঙ্কানদের সংগ্রহ ৭ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ২৭ রান। দিলশান ১৮ আর কুমার সাঙ্গাকারা ৪ রান নিয়ে ব্যাট করছে। আউট হওয়ার আগে লাহিরু থিরিমান্নে করেন ৪ রান।
এর আগে গ্রুপ ‘এ’থেকে আগেই শেষ চার নিশ্চিত করেছে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ও বাংলাদেশ। তাই ম্যাচটিকে ধরা হচ্ছে স্রেফ আনুষ্ঠানিকতার।
তবে পরিসংখ্যান নয়,বরং অভিন্ন এক লক্ষ্য নিয়েই মুখোমুখি হতে যাচ্ছে গ্রুপ `এ`-র দুই দল শ্রীলঙ্কা ও স্কটল্যান্ড। লঙ্কানদের লক্ষ্য থাকবে স্কটিশদের বিপক্ষে বড় ব্যবধানের জয় তুলে নিয়ে কোয়ার্টার ফাইনালে রান রেটে এগিয়ে থেকে বাংলাদেশকে পেছনে ফেলা।
অন্যদিকে, স্কটিশদের লক্ষ্য লঙ্কানদের বিপক্ষে অঘটন ঘটিয়ে আইসিসি`র পূর্ণ সদস্য লাভের দিকে এগিয়ে যাওয়া।
শ্রীলংকা একাদশ:
লাহিরু থিরিমান্নে,তিলকরত্নে দিলশান,কুমার সাঙ্গাকারা,মাহেলা জয়াবর্ধনে, অ্যাঞ্জেলো ম্যাথুস,থিসারা পেরেরা,দুশমন্ত চামারা,সেকুগে প্রসন্ন,লাসিথা মালিঙ্গা,কুশল পেরেরা এবং কুলাসেকারা।
স্কটল্যান্ড একাদশ:
কাইল কোয়েৎজার,হামিশ গার্ডিনার,ম্যাথুউ ম্যাকহান,প্রিসটন মমসেন,রিচি বেরিংটন, ম্যাথুউ ক্রস,জজ ডেভি,অ্যালাসডাইর ইভান্স,মাজিদ হক, ইয়ান ওয়ার্ডলো এবং কালাম ম্যাকলিয়ড।
এমআর/এমএস