ভারতকে হারানোর ক্ষমতা রয়েছে বাংলাদেশের: মাশরাফি


প্রকাশিত: ০৪:২৮ এএম, ১১ মার্চ ২০১৫

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ভারতের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের। গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশ নিউ জিল্যান্ডের কাছে হারলে শেষ আটে ভারতের মুখোমুখি হতে হবে টাইগারদেরকে।

গ্রুপ পর্বের রুদ্ধশ্বাস ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবার টুর্নামেন্টের শেষ আটে উঠতে পেরে উজ্জীবিত টাইগাররা। দু`বারের চ্যাম্পিয়ন ভারতের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে সম্ভাব্য লড়াইয়ের আগেই হুঙ্কার দিতে শুরু করেছে টাইগাররা। দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বলেছেন, আমরা যেকোনও লড়াইয়ের জন্য প্রস্তুত। যে কোনও দলকেই আমরা হারাতে পারি। আর ২০০৭ এর বিশ্বকাপে আমরা তো ভারতকে হারিয়ে দিয়েছিলাম।

ইংল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশের হয়ে বিশ্বকাপে প্রথম শতরানকারী ব্যাটসম্যান মাহমুদউল্লাহও বলেছেন, ২০০৭ এ ভারতের বিরুদ্ধে স্মরণীয় জয় পেয়েছিলাম আমরা। এবারও আমরা যদি আমাদের ক্ষমতা অনুযায়ী খেলতে পারি তাহলে ভারতকে হারানো সম্ভব। নিশ্চিতভাবেই ভারত টুর্নামেন্টে ভাল খেলছে। কিন্তু ম্যাচে যে কোনও কিছুই ঘটে যেতে পারে। সূত্র: আনন্দবাজার পত্রিকা।

এআরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।