বিশ্বকাপ জিতে দেখিয়ে দেব: ক্রীড়া প্রতিমন্ত্রী


প্রকাশিত: ০৯:০৫ এএম, ২২ মার্চ ২০১৫

আম্পায়ারদের কিছু বিতর্কিত সিদ্ধান্তে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ভারতের কাছে হেরে বিশ্বকাপ মিশন শেষ করেছে বাংলাদেশ। এরপর থেকে যা নিয়ে এখনও ক্রিকেট বিশ্বে সমালোচনার ঝড় বইছে।

শনিবার সন্ধ্যায় নিজের নির্বাচনী এলাকা মাগুরার মহম্মদপুরে আমিনুর রহমান ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আম্পায়ারিংকে দায়ী করে তার জবাব দিতে আগামীতে বিশ্বকাপ জয়ের প্রত্যয় জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার।

তিনি বলেন, আম্পায়ারিং হয়েছে খুবই নিম্নমানের,আমাদের সাথে চরম অন্যায় করা হয়েছে। এবারের ‘অন্যায়ের’ প্রতিবাদ জানাতে আগামী বার বিশ্বকাপে জয়ের প্রস্তুতি নিতে খেলোয়াড়দের প্রতি আহ্বান জানান ক্রীড়া প্রতিমন্ত্রী।

সেদিনের খেলায় আম্পায়ারিং নিয়ে আইসিসির প্রেসিডেন্ট ও বাংলাদেশের মন্ত্রী আ হ ম মুস্তফা কামালও অসন্তোষ প্রকাশ করেছেন। বিসিবিও জানিয়েছে, তারা আইসিসিতে আনুষ্ঠানিক অভিযোগ জানাবে।

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।