ফাইনালে আম্পায়ার যারা


প্রকাশিত: ০২:৪৭ এএম, ২৮ মার্চ ২০১৫

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে নিউজিল্যান্ড আর ভারতকে হারিয়ে অস্ট্রেলিয়া বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল নিশ্চিত করেছে, এ খবর সবার জানা। এখন সবার আগ্রহের কেন্দ্রবিন্দু ছিল এ ম্যাচ পরিচালনা করছে কে?

মেলবোর্নে অনুষ্ঠিত হতে যাওয়া নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যকার বিশ্বকাপের ফাইনাল ম্যাচের জন্য শ্রীলঙ্কান আম্পায়ার কুমার ধর্মসেনা ও ইংল্যান্ডের রিচার্ড কেটলবার্গকে নির্বাচিত করেছে আইসিসি। ম্যাচটিতে টিভি আম্পায়ারের দায়িত্ব পালন করবেন দক্ষিণ আফ্রিকার মারাইস ইরাসমাস।

এছাড়াও ফাইনালে ম্যাচ রেফারীর দায়িত্ব পালন করবেন শ্রীলঙ্কার রঞ্জন মাদুগালে। রিজার্ভ আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশ ও ভারতের ম্যাচের জন্য বিতর্কিত ইংলিশ আম্পায়ার ইয়ান গোল্ড।

৪৩ বছর বয়সী ধর্মসেনা ২০০৯ সাল থেকে এখন পর্যন্ত ৬৪টি ওয়ানডে ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তাকে ২৯ টি টেস্ট ও ১৭টি টি-টোয়েন্টি ম্যাচে আম্পায়ারের ভূমিকায় দেখা গেছে।

অন্যদিকে ধর্মসেনার চেয়ে ১ বছরের ছোট ইংলিশ আম্পায়ার কেটলবার্গও ২০০৯ সাল থেকে এখন পর্যন্ত ৫৬টি ওয়ানডে পরিচালনা করেছেন। এছাড়াও ২৬টি টেস্ট ও ১৭টি টি-টোয়েন্টি ম্যাচ পরিচালনার অভিজ্ঞতাও রয়েছে তার ঝুলিতে।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।