বাংলাদেশ সফরে পাকিস্তানের তিন অধিনায়ক!


প্রকাশিত: ০৩:০৬ এএম, ২৮ মার্চ ২০১৫

টেস্ট এবং টি২০’র জন্য অধিনায়ক ঠিক করা থাকলেও, ওয়ানডেতে পাকিস্তান দলকে কে নেতৃত্ব দেবে- এটা এখনও ঠিক করা হয়নি। তবে, বাংলাদেশ সফরে তিন ফরম্যাটে তিনজন অধিনায়ক নিয়ে আসার কথা জানিয়েছে পাকিস্তানের বিভিন্ন মিডিয়া।

বিশ্বকাপ শেষে মিসবাহ-উল হকের অবসরে পাকিস্তানের ওয়ানডে নেতৃত্বও শূণ্য হয়ে যায়। এ পরিস্থিতিতে ১৫ এপ্রিল পূর্নাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসার আগে নেতৃত্ব সঙ্কটে রয়েছে পাকিস্তান।

মিসবাহ-উল-হক এবং শহিদ আফ্রিদি না থাকায় আসন্ন বাংলাদেশ সফরে কার কাঁধে ওয়ানডে অধিনায়কত্বের ভারটা তুলে দেয়া হবে তা নিয়ে কিছুটা দ্বিধার মধ্যে আছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

তবে টেস্ট এবং টি২০ নিয়ে পিসিবির নির্ভার থাকারই কথা। কারণ ‘টুক-টুক’ মিসবাহ টেস্টে এবং ‘বুম-বুম’ আফ্রিদিকে টি২০তে আগে থেকেই অধিনায়ক। সুতরাং, এই দুই ফরম্যাটের নেতৃত্ব নিয়ে আপাতত চিন্তিত নয় পিসিবি।

চিন্তা হচ্ছে ওয়ানডে অধিনায়ক কাকে দেওয়া যায়- তা নিয়ে। ওয়ানডে নেতৃত্বের জন্য শোয়েব মাকসুদ,সরফরাজ আহমেদ,আজহার আলী এবং মোহাম্মদ হাফিজের মধ্য থেকেই একজনকে অধিনায়ক করার ব্যপারে চিন্তা-ভাবনা করছে পিসিবি। তবে খুব শিগগিরি ওয়ানডে অধিনায়ক ঘোষনা করার কথা রয়েছে পিসিবির।

উল্লেখ্য, বাংলাদেশ সফরে ২টি টেস্ট, তিনটি ওয়ানডে এবং একটি টি২০ ম্যাচ খেলবে পাকিস্তান।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।