ভালো অবস্থানে অস্ট্রেলিয়া


প্রকাশিত: ০৯:১৮ এএম, ২৯ মার্চ ২০১৫

বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডের দেওয়া ১৮৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ভালো অবস্থানে আছে অস্ট্রেলিয়া। শেষ খবর পাওয়া পর্যন্ত ২১ ওভার শেষে ২ উইকেট হারিয়ে অজিদের সংগ্রহ ১০০ রান। স্মিথ ২৬ আর ক্লার্ক ২২ রান নিয়ে ব্যাট করছে।

নিউজিল্যান্ডের দেওয়া ১৮৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়ার শুরুটা ভালো হয়নি। ইনিংসের দ্বিতীয় এবং নিজের প্রথম ওভারেই অ্যারন ফিঞ্চের (০) ফিরতি ক্যাচ নিয়ে নিউজিল্যান্ডকে দারুণ সূচনা এনে দেন বাঁহাতি পেসার ট্রেন্ট বোল্ট। ডেভিড ওয়ার্নার আর স্টিভেন স্মিথের দৃঢ়তায় মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ঘুরে দাঁড়িয়েছিল চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ৪৫ রান করা ওয়ার্নারকে গ্র্যান্ট এলিয়টের ক্যাচ বানিয়ে ৬১ রানের জুটি ভেঙেছেন ম্যাট হেনরি।

এর আগে শিরোপা জয়ের লক্ষ্যে টস জিতে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ান বোলারদের বোলিং তোপে ১৮৩ রানে অল-আউট হয় নিউজিল্যান্ড। কিউইদের পক্ষে এলিয়টের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৮৩ রান।

ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডের দলীয় ১ রানেই কোনো রান না করেই ফিরে যান ব্রেন্ডন ম্যাককালাম। উইলিয়ামসনকে সাথে করে ৩২ রানের জুটি গড়ে খেলায় ফেরার চেষ্টা করেন গাপটিল। তবে ৬ রানের মধ্যে মাক্সয়েলের বলে ১৫ রান করা গাপটিল আর জনসনের বলে ১২ রান করা উইলিয়ামসন আউট হলে বিপদে পড়ে যায় কিউইরা।

চতুর্থ উইকেটে ১১১ রানের জুটি গড়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন গ্র্যান্ট এলিয়ট ও রস টেলর। কিন্তু দ্বিতীয় পাওয়ারপ্লের শুরুতে,৩৬তম ওভারের প্রথম বলে জেমস ফকনার টেলরকে (৪০) কট বিহাইন্ড করার পর তাসের ঘরের মতো ভেঙে পড়ে প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে ফেলা নিউজিল্যান্ড।

ঐ ওভারের পঞ্চম বলে কোরি অ্যান্ডারসনকে বোল্ড করেন ফকনার। স্টার্কের করা পরের ওভারে লুক রনকি ক্যাচ দেন স্লিপে থাকা মাইকেল ক্লার্ককে। দুজনের কেউ রান করতে পারেননি।

এরপর একাই খেলতে হয়েছে এলিয়টকে। সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অপরাজিত ৮৪ রানের দুর্দান্ত ইনিংস খেলা এই ডানহাতি ব্যাটসম্যান ফাইনালেও দলের পরিত্রাতা। রোববার তাঁর অবদান ৮২ বলে ৮৩ রান। কিন্তু ৭টি চার ও একটি ছক্কায় সাজানো এলিয়টের দৃঢ়তাভরা ইনিংস দুশ রানও এনে দিতে পারেনি ৩৩ রানে শেষ ৭ উইকেট হারানো কিউইদের। অস্ট্রেলিয়ার পক্ষে জনসন আর ফকনার নেন ৩টি করে উইকেট।

এমআর/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।