মায়ামি চ্যাম্পিয়ন সানিয়া-হিঙ্গিস


প্রকাশিত: ১২:১৫ পিএম, ০৬ এপ্রিল ২০১৫

রাশিয়ার একটেরিনা মাকারোভা-ইলেনা ভেসনিনাকে হারিয়ে মায়ামি টেনিস ওপেনে নারীদের দ্বৈতে চ্যাম্পিয়ন হয়েছেন মার্টিনা হিঙ্গিস ও সানিয়া মির্জা জুটি। প্রতিযোগিতার শীর্ষ বাছাই হিঙ্গিস-সানিয়া জুটি ৭-৫,৬-১ গেমে এ জয় পায়।

এর আগে একই জুটিকে হারিয়ে ইন্ডিয়ান ওয়েলসের শিরোপাও জিতেছিলেন হিঙ্গিস-সানিয়া। এ জয়ের মাধ্যমে দ্বৈত শিরোপা জয়ের তালিকায় আরও দীর্ঘ করলেন সানিয়া। সব মিলে এখন অবদি ক্যারিয়ারে ২৫টি ডব্লিউটিএ দ্বৈতের শিরোপা জিতেছেন ভারতের টেনিস সেনশন সানিয়া।

এমআর/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।