মাঠে ফিরছেন তামিম


প্রকাশিত: ১২:৪৩ পিএম, ১২ এপ্রিল ২০১৫

ইনজুরি কাটিয়ে বিসিএলের ফাইনালে  মাঠে নামছে তামিম ইকবাল। এর আগে ফিল্ডিং করার সময় বাম হাঁটুতে ব্যথা পান বাঁ হাতি এই ওপেনার।

তামিমের ইনজুরি নিয়ে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন,‘ও (তামিম) চারদিন আগে ফতুল্লায় ফিল্ডিং করার সময় বাম হাঁটুতে ব্যথা পেয়েছিলেন। ফলে একটা ম্যাচ খেলেনি।

তবে রোববার ওতো খেলার ব্যাপারে কোনো আপত্তি করেনি। আশা করছি তামিম ইনজুরি কাটিয়ে উঠেছে।

এর আগে ওমরাহ পালনের জন্য গত পাঁচ এপ্রিল ইসলামী ব্যাংক ইস্ট জোনের হয়ে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) প্রথম ম্যাচটি খেলতে পারেননি তামিম ইকবাল।

এমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।