১৮৫ রানের লক্ষ্যে ব্যাট করছে রাজস্থান


প্রকাশিত: ১২:৫৩ পিএম, ১২ এপ্রিল ২০১৫

আইপিএল এ নিজেদের দ্বিতীয় মাচে দিল্লি ডেয়ারডেভিলসের দেওয়া ১৮৫ রানের লক্ষ্যে ব্যাট করছে রাজস্থান রয়েলস। শেষ খবর পাওয়া পর্যন্ত ৮ ওভার শেষে ২ উইকেটে হারিয়ে রাজস্থানের সংগ্রহ ৬১ রান। রাহানে ৩১ আর কারুন নায়র ৯ রান নিয়ে ব্যাট করছে।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ডুমিনির ৪৪ আর আয়ারের ৪০ রানের উপর ভর করে ১৮৪ রান সংগ্রহ করে দিল্লি। এ ছাড়া যুবরাজ ও ম্যাথিউস উভয়েই ২৭ করে রান করেন। রাজস্থানের পক্ষে মোরিস নেন ২ উইকেট।

গেল বছর তলানির দল দিল্লি ডেয়ারডেভিলস দলে টেনেছে আসরের সবচেয়ে দামি খেলোয়াড় যুবরাজ সিংকে। এছাড়াও দলে রয়েছেন জেপি ডুমিনি, অ্যাঞ্জেলো ম্যাথিউস, ইমরান তাহির ও ডি ককের মতো তারকা ক্রিকেটার।

রাজস্থানে স্মিথ-ফকনার ছাড়া বলিউড নায়িকা শিল্পা শেঠীর মালিকানাধীন দলটিতে বিদেশী তারকাদের মধ্যে কিউই পেসার টিম সাউদি উল্লেখযোগ্য, আছেন প্রোটিয়া অলরাউন্ডার ক্রিস মরিস। নিয়মিত অধিনায়ক শেন ওয়াটসন অবশ্য এখনও দলের সঙ্গে যোগ দেননি। সে অর্থে রাজস্থানের মূল ভরসা হবেন স্থানীয়রাই।

এমআর/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।