শিরোপার লড়াইয়ে রইল রিয়াল
মালাগাকে ৩-১ গোলে হারিয়ে লা লিগার শিরোপা লড়াইয়ে টিকে রইল রিয়াল মাদ্রিদ। শনিবার রাতে সপ্তম স্থানে থাকা দলটিকে হারানোর ফলে দ্বিতীয় স্থানে থাকা রিয়ালের পয়েন্ট ৩২ ম্যাচে বেড়ে হলো ৭৬। সমান ম্যাচে বার্সেলোনার পয়েন্ট ৭৮। তৃতীয় স্থানে থাকা আতলেতিকো মাদ্রিদের পয়েন্ট ৬৯।
ঘরের মাঠ সান্তিয়াগো বের্নাবেউয়ে শুরুতেই বড় ধাক্কা খায় রিয়াল। চোটের কারণে এমনিতেই দলে ছিলেন না স্ট্রাইকার করিম বেনজেমা। তার ওপর আবার পঞ্চম মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন গ্যারেথ বেল।
আক্রমণভাগের অন্যতম সেরা দুই তারকাকে ছাড়া রিয়াল কিছুটা এলোমেলো হয়ে পড়ে। প্রথম ২০ মিনিটে তেমন কোনো সুযোগই তৈরি করতে পারেনি দলটি। তবে খেলার ২৪ মিনিটে রিয়ালের পক্ষে প্রথম গোলটি করে সার্জিও রামো। ডি বক্সের বাঁ-দিক থেকে ক্রিস্তিয়ানো রোনালদোর ফ্রি কিকে গোললাইনের খুব কাছ থেকে আলতো ছোঁয়ায় বল জালে জড়ান তিনি।
দ্বিতীয়ার্ধের পঞ্চদশ মিনিটে আরেকটি ধাক্কা খায় রিয়াল, চোট পেয়ে মাঠ ছাড়েন দারুণ ফর্মে থাকা মিডফিল্ডার লুকা মদ্রিচ। এর পাঁচ মিনিট পরেই ব্যবধান বাড়ানোর সহজ সুযোগ পায় রিয়াল, কিন্তু পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন রোনালদো। সে হতাশা অবশ্য ৬৯ মিনিটেই মুছে দেন হামেস রদ্রিগেস, ডি বক্সের বাইরে থেকে বাঁ পায়ের দুর্দান্ত শটে ব্যবধান দ্বিগুণ করেন কলম্বিয়ার এই তারকা মিডফিল্ডার। গোলটিতে অবদান রাখেন কিছুক্ষণ আগেই পেনাল্টি মিস করা রোনালদো।
দুই মিনিট পরেই অবশ্য ব্যবধান কমিয়ে নাটকীয়তার আভাস দেন হুয়ানমি। অরক্ষিত অবস্থায় হেড করে বল জালে জড়ান স্পেনের এই স্ট্রাইকার। শেষ পর্যন্ত অবশ্য সহজ জয়ই পায় রিয়াল, যোগ করা সময়ে হাভিয়ের এরনান্দেসের আড়াআড়ি বাড়ানো বল জালে ঠেলে দেন রোনালদো।
লা লিগার এবারের মৌসুমে পর্তুগিজ ফরোয়ার্ডের এটা ৩৯তম গোল। ৩৫ গোল নিয়ে গোলদাতার তালিকায় দ্বিতীয় স্থানে আছেন লিওনেল মেসি।
এএইচ/এমএস