মিরপুরে আজ শুধুই আনন্দ আর উৎসব


প্রকাশিত: ০৪:৪৯ এএম, ২২ এপ্রিল ২০১৫

১৬ বছরের অপেক্ষার শেষ তো হয়েছেই। তো আর কিসের পিছুটান। নেইতো কোন চাপ। এবার শুধু নিয়মিত ভাবে মাঠে খেলতে পারলেই হলো। বাংলাওয়াশ। এটাও সম্ভব হবে! কারণ একই মাঠ, একই দল। আবার বিপক্ষ শিবিরও একই। দলে দু একটি পরিবর্তন আনলেও আত্মপ্রত্যয়ী বাংলাদেশ। বাংলাদেশের ক্রিকেট প্রেমীরাও অপেক্ষা করছে এমন একটি মুহূর্তের জন্য।

অপেক্ষা করছেন, ১৬ বছরের অতৃপ্তিটা বাংলাওয়াশের মাধ্যমে উদযাপনের। স্মরণীয় করে রাখতে চায় অপেক্ষার জয় উদযাপনের সময়টুকু।

তাইতো গোটাজাতির চোখ যেন আজও সেই ইতিহাস রচনা করতে যাওয়া স্টেডিয়ামের দিকে তাকিয়ে। মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামকে ঘিরে যেন বসতে চলেছে উৎসবের আমেজ। খেলা শেষ হওয়ার আগ পর্যন্ত চলবে উৎসব। এছাড়া সিরিজ জয় তো আমাদের ঘরে আছেই।

এসএ/এমআর/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।