টাইগারদের প্রশংসায় পাকিস্তানের `ডন`
পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের ওয়ানডে ক্রিকেট সিরিজ জয়ের ঘটনায় ভূয়সী প্রশংসা করেছে দেশটির শীর্ষস্থানীয় পত্রিকা `দ্য ডন`।
টাইগারদের প্রশংসা করে পত্রিকাটি সম্পাদকীয়তে বলা হয়, বাংলাদেশ এখন আর `ছোট দল` নয়। এই পরিচয় যে তারা কয়েক বছর পেছনে ফেলে এসেছে তা পাকিস্তানের বিরুদ্ধে তাদের সর্বশেষ দাপুটে নৈপুণ্যে স্পষ্ট। টাইগাররা এখন যুগোপযোগী ও পরিপূর্ণ একটি দল।
সম্পাদকীয়তে আরো বলা হয়, গত বিশ্বকাপে ইংল্যান্ডের মতো দলকে কাবু করে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করা বাংলাদেশ দলের কাছে পাকিস্তান দল তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথম দুই ম্যাচে পাত্তাই পেল না! টাইগারদের এই আক্রমণাত্মক খেলাই বলে দিচ্ছে দল হিসাবে তারা কতটা পরিণত এবং প্রতিপক্ষের সামনে দৃঢ় বাধা হিসাবে আবির্ভূত হয়েছে।
এএইচ/এমএস