নেইমারকে নিয়ে ভবিষ্যদ্বাণী করলেন রোনালদো
ব্রাজিলিয়ান ফুটবল জিনিয়াস রোনালদো মনে করেন নেইমার আরো অনেক দূর এগিয়ে যাবেন। নেইমারের বর্তমান পারফরমেন্স চোখে লাগার মতো উল্লেখ করে, ব্রাজিলকে নেইমার একদিন বিশ্বকাপ এনে দেবে বলেও মন্তব্য করেন তিনি।
ব্রাজিল ইএসপিএন-এ দেয়া সাক্ষাতকারে রোনালদো আরো জানান, একদিন তার থেকেও নেইমার সফলতম একজন ফুটবলার হিসেবে নিজেকে প্রমাণ করবেন। সেই সাথে ক্লাব এবং দেশের হয়ে একজন যোগ্য ফুটবলার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হবেন।
গেতাফের বিপক্ষে ম্যাচে গোল করে কাতালানদের হয়ে ৪৭ তম গোল পূরণের পাশাপাশি রোনালদোকে স্পর্শ করেন নেইমার। লা লিগায় ২৯টি, চ্যাম্পিয়ন্স লিগে ১০টি, কোপা দেল রে-র ম্যাচে ৭টি এবং সুপারকোপা ডি এসপানায় ১টি গোল করেন ২৩ বছর বয়সী এই ব্রাজিলিয়ান।
এছাড়া আন্তর্জাতিক ম্যাচে ব্রাজিলের হয়ে আর ১৯টি গোল করলেই ২০০২ সালের বিশ্বকাপ জয়ের নায়ক রোনালদোকে ছোঁবেন নেইমার।
এসআরজে