এক হাজার রানের মাইলফলকে ইমরুল


প্রকাশিত: ১২:২৭ পিএম, ০১ মে ২০১৫

খুলনা টেস্টে শতকের মাধ্যমে এক হাজার রানের মাইলফলক অতিক্রম করেছেন টাইগার ওপেনার ইমরুল কায়েস। ওয়ানডে সিরিজে নিজেকে প্রমাণ করতে না পারলেও টেস্টে নিজের জাত চিনিয়ে চলেছেন এই ওপেনার। নিজের ২০তম টেস্টেই পার করলেন এ মাইলফলক।

পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসেই এই মাইলফলক অতিক্রম করলেন এই ব্যাটসম্যান। ক্যারিয়ারে এটি তার তৃতীয় শতক। টেস্টের চতুর্থ দিনে পাকিস্তানের লিডের বিপক্ষে ১৫৩ বলে তিনটি ছয় ও ১৫টি চারের সাহায্যে ১০০ রান পূর্ণ করেন তিনি।

এর আগে ২০ টেস্টে দুইটি শতক ও একটি অর্ধশতক রয়েছে কায়েসের। এছাড়াও চলতি টেস্টের প্রথম ইনিংসেও ৫১ রানের ইনিংস খেলেছেন এই ওপেনার। ২০০৮ সালের নভেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট অভিষেক ঘটে ইমরুল কায়েসের।

বিএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।