চেলসির জয়ে দেশি সমর্থকদের উৎসব


প্রকাশিত: ০৯:১৯ এএম, ০৪ মে ২০১৫

ঘরের মাঠে ক্রিস্টাল প্যালেসকে ১-০ গোলে হারিয়ে, ৩ ম্যাচ আগেই প্রিমিয়ার লিগের শিরোপা জিতলো হোসে মরিনহোর দল। আর নেচে-গেয়ে প্রিয় দলের লিগ জেতা উদযাপন করতে গিয়ে ঢাকাকে লন্ডনের স্ট্যামফোর্ড ব্রিজ বানিয়ে ফেললেন একঝাঁক তরুণ-তরুণী। বানাবেই না কেন? তারা সবাই চেলসি সমর্থক।

ক্রিস্টাল প্যালেসকে হারাতে পারলেই চার বছর পর আবার লিগের শিরোপা উঠবে চেলসির হাতে। এমন সব সমীকরণ হাতে নিয়ে গুলশানের একটি রেস্টুরেন্টে জড়ো হয়েছিলেন চেলসি ভক্তরা। একসঙ্গে খেলা দেখেছেন। বহু কণ্ঠ এক হয়ে দেড় ঘণ্টারও বেশি সময় ধরে চিৎকার করেছে, চেলসি…চেলসি…সমবেত কণ্ঠে গেয়েছে ব্লু ইজ দ্য কালার, ফুটবল ইজ দ্য গেম…


ফেইসবুকে বাংলাদেশের চেলসি ফ্যানদের ক্লাব স্বীকৃত পেইজের সদস্যরাই সাধারণত এই জমায়েতে হাজির হয়েছিলেন। ক্রিস্টাল প্যালেসের সঙ্গে ম্যাচের শুরুর ৩৫ মিনিট অগোছালো চেলসিকে দেখে সে কী টেনশন! ইডেন হ্যাজার্ডের গোলটার পর থেকে শুধু হৈ-হুল্লোড়ই চললো। আর শেষ বাঁশি বাজার পর কে কি করবেন, যেন বুঝতেই পারছিলেন না! এতো আবেগ, এতো ভালবাসা চেলসির জন্য।

বাংলাদেশের চেলসি ভক্তরা এবারের টাইটেলের নাম দিয়েছে ‘বোরিং চ্যাম্পিয়ন’! সেটা যে অন্য দলগুলোর প্রতি কৌতুক থেকে, তা না বললেও চলে। আর কোচ হোসে মরিনহোকে স্যালুট দিয়ে সবাই বলছে, “স্পেশাল ওয়ান”।

এমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।