১৪৯ রানের লক্ষ্যে ব্যাট করছে আরসিবি


প্রকাশিত: ০১:১২ পিএম, ০৪ মে ২০১৫

আইপিএল এর অষ্টম আসরে চেন্নাইয়ের ১৪৯ রানের লক্ষ্যে ব্যাট করছে আরসিবি। শেষ খবর পাওয়া পর্যন্ত ৬ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ৩৬ রান। কোহলি ৯ আর কার্তিক ১ রান নিয়ে ব্যাট করছে।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে রায়নার ৫২ রানের উপর ভর করে ১৪৮ রান করে চেন্নাই। তবে শুরুতেই স্মিথের উইকেট হারায় চেন্নাই। ২০ রান করে ম্যাককালাম ফিরে গেলে বড় ধরণের ধাক্কা খায় চেন্নাই। এরপর ডু প্লেসিসকে সাথে নিয়ে ৬৪ রানের জুটি গড়ে তোলেন রায়না। আউট হওয়ার আগে ডু প্লেসিস করেন ২৪ রান।

শেষ দিকে অধিনায়ক ধোনি ২৯ আর নেগি ১৩ করলে ১৪৮ রানের সংগ্রহ পায় চেন্নাই। আরসিবির পক্ষে স্টার্ক নেন সর্বোচ্চ ৩ উইকেট। এছাড়া ওয়েইসে আর প্যাটেল নেন ২ টি করে উইকেট।

চেন্নাই একাদশ : মহেন্দ্র সিং ধোনি, আশিস নেহরা,  ব্র্যান্ডন ম্যাকালাম, ডি ব্র্যাভো, ডি স্মিথ, ফাফ ডু প্লেসিস, ঈশ্বর পাণ্ডে,  মোহিত শর্মা, রবীন্দ্র জাদেজা, সুরেশ রায়না, পি নেগি।

আরসিবি একাদশ :  বিরাট কোহলি, এবি ডিভিলিয়ার্স, মিচেল স্টার্ক, নিক ম্যাডিনসন, হর্শল প্যাটেল,  ইকবাল আবদুল্লা, মনদীপ সিং, দীনেশ কার্তিক, ডেভিড ওয়েইসে, সরফরাজ খান, জুভেন্দ্র চাহাল।

এমআর/আরআই

জাগোনিউজের খবর পেতে ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।