ওয়ানডেতে মাশরাফিই আমাদের হারিয়েছে : ওয়াকার


প্রকাশিত: ০২:৩০ পিএম, ১০ মে ২০১৫

টেস্ট সিরিজ জিতলেও ওয়ানডে এবং টি টোয়েন্টিতে ভরাডুবি হয়েছিল পাকিস্তানের। সেখানে বাংলাদেশের খেলোয়াড়দের চেয়েও ওয়াকার বেশী কৃতিত্ব দিচ্ছেন অধিনায়ক মাশরাফিকে।

ওয়াকার ইউনিস বলেন,ওয়ানডেতে বাংলাদেশিদের মধ্যে তামিম ছিল অসাধারণ, সাকিবের অভিজ্ঞতা বেশ কাজে লেগেছে, এছাড়া সৌম্য সরকার যে জায়গায় ব্যাট করেছে সেখানে সে তার প্রতিভা দেখাতে দেখাতে পেরেছে। তবে আসল কাজটা করেছে মাশরাফি। সে মাঠে যেভাবে দলকে নেতৃত্ব দিয়েছে তা ছিল চমৎকার।

বাংলাদেশের টেস্ট নিয়ে পাকিস্তান কোচ বলেন, খুলনা টেস্টে বাংলাদেশ যেমন আতঙ্ক ছিল পাকিস্তানের জন্য,ঢাকা টেস্ট আবার একেবারেই বিপরীত। পাকিস্তান কোচ ওয়াকার ইউনিসের মতে,ম্যাচের শুরু থেকেই তার মনে হচ্ছিল বাংলাদেশ খেলছে ড্র’র জন্য। সেই সঙ্গে দুই দলের মধ্যে পার্থক্য গড়ে দেয় অভিজ্ঞ খেলোয়াড়।

ঢাকা টেস্টে বাংলাদেশের হারের কারণ হিসেবে টাইগারদের তরুণ খেলোয়াড় এবং দুই দলের বোলারদের মাঝে পার্থক্যও বলেছেন ওয়াকার। তবে সময় গেলে বাংলাদেশ আরো ভাল করবে বলেও মন্তব্য করেন ওয়াকার।

এ সম্পর্কে পাকিস্তান কোচ বলেন, প্রথম দিন থেকেই মনে হচ্ছিল বাংলাদেশ ব্যাক ফুটে থেকে ম্যাচ শুরু করেছে। আর তারা জয় নয়,ড্র’র জন্য মাঠে নেমেছে। আর দুই দলের অভিজ্ঞ খেলোয়াড়দের মধ্যে পার্থক্যের কারণেই বাংলাদেশ পিছিয়ে ছিল। আমাদের দলে বেশ কিছু অভিজ্ঞ খেলোয়াড় আছে যারা ম্যাচের গতি যে কোন সময় পাল্টে দিতে পারে। আর এ কারণে টেস্ট ম্যাচ ক্রিকেটে বাংলাদেশের ভাল করতে আরো সময় দরকার বলেই আমার মনে হয়।

এমআর/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।